Anubrata Mondal: উডবার্ন থেকে বেরোলেন অনুব্রত মণ্ডল! তাহলে কি ছুটি? শেষমেশ যা জানা গেল...

Last Updated:

Anubrata Mondal: গত ৬ এপ্রিল বুকের ব্যথা-সহ নানা শারীরিক অসুবিধা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন অনুব্রত মণ্ডল।

অনুব্রত মণ্ডলকে ফের তলব করল সিবিআই৷
অনুব্রত মণ্ডলকে ফের তলব করল সিবিআই৷
#কলকাতা: দীর্ঘ ১৫ দিন পর এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ড থেকে বের করা হল বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal)। না, হাসপাতাল থেকে তাঁর ছুটি হয়নি। বরং শারীরিক পরীক্ষার জন্যই তাঁকে উডবার্ন ওয়ার্ড থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছিল ভবানীপুরের রামরিকদাস হরলালকা হাসপাতালে। সেখানে অ্যাঞ্জিওগ্রাম হয় তৃণমূল নেতার। সেই পরীক্ষার পর ফের তাঁকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় এসএসকেএম-এ।
প্রসঙ্গত, গত ৬ এপ্রিল বুকের ব্যথা-সহ নানা শারীরিক অসুবিধা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন অনুব্রত মণ্ডল। সেদিনই সিবিআই-এর কাছে হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু হঠাৎ গাড়ি ঘুরিয়ে এসএসকেএম-এ চলে যান তৃণমূল নেতা। সেখানে তাঁকে ভর্তি নিয়ে নেওয়া হয়। তারপর থেকে টানা সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
এর মধ্যেই বেশ কয়েকবার ফুসফুসের পরীক্ষা হয়েছে অনুব্রতর। কিন্তু অবস্থা ভালো নয় বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে খবর, তৃণমূলের বীরভূম জেলা সভাপতির বুকের ব্যথা এখনও কমেনি। তাই এবার সিটি অ্যানজিও করতে অনুব্রত মণ্ডলকে নিয়ে যাওয়া হয়েছিল রামরিকদাস হরলালকা হাসপাতালে।
advertisement
advertisement
বুধবার উডবার্ন ওয়ার্ড থেকে বার করে রামরিকদাস হরলালকা হাসপাতালে নিয়ে যান হাসপাতালের কর্মীরা। বেশ কিছুক্ষণ ধরে তাঁর শারীরিক পরীক্ষা চলে। বিকেলে তাঁকে ফিরিয়ে আনা হয় উডবার্ন ওয়ার্ডে। গত ৬ এপ্রিল গোরু পাচারকাণ্ডের তদন্তে সিবিআই দফতরে হাজিরা দিতে বেরিয়ে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হন অনুব্রত। তাঁর একাধিক শারীরিক উপসর্গ রয়েছে বলে দাবি তৃণমূলের।
advertisement
শ্বাসকষ্ট, হৃদযন্ত্রে সমস্যা তো আগে থেকেই ছিল, হাসপাতালে ভর্তি হওয়ার পর জানা যায় অনুব্রতর ২টি অন্ডকোষেই সংক্রমণ রয়েছে। যার জেরে জমছে পুঁজ। তা থেকে যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি। সেই থেকে উডবার্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন তিনি। প্রায় ১৫ দিন পর বুধবার উডবার্ন ওয়ার্ড থেকে বেরোলেন অনুব্রত মণ্ডল।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Anubrata Mondal: উডবার্ন থেকে বেরোলেন অনুব্রত মণ্ডল! তাহলে কি ছুটি? শেষমেশ যা জানা গেল...
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement