Anubrata Mondal | Sukanya Mondal: ‘ঠিকমতো মনে করে ওষুধ খে-ও!’, বাবাকে বললেন সুকন্যা, হাউ হাউ করে কেঁদে ফেললেন অনুব্রত

Last Updated:

এছাড়াও, এদিন জামিনের আবেদনে জানানো হয়, সুকন্যা মণ্ডলের শারীরিক অবস্থা খারাপ। আগামী ২৬ মে নয়াদিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে জামিনের শুনানি।

কলকাতা: গরু পাচার মামলায় জামিনের জন্য ইডির দেওয়া চার্জেশিটকেই হাতিয়ার করলেন সুকন্যা মণ্ডল। গরু পাচার মামলায় সুকন্যা মণ্ডলের ব্যাঙ্কে জমা হওয়া কোটি কোটি টাকা গরু পাচারের টাকা নয় বলে দাবি সুকন্যার। কারণ, ইডির চার্জশিটে কোথাও দেখানো হয়নি যে ব্যাঙ্কে জমা হওয়া ওই টাকা গরু পাচারের। কোথা থেকে এসেছিল ওই টাকা? কে-ই বা দিয়েছিল? সুকন্যার আইনজীবীর দাবি, সেই চেন দেখাতে পারেনি ইডি। এছাড়াও, এদিন জামিনের আবেদনে জানানো হয়, সুকন্যা মণ্ডলের শারীরিক অবস্থা খারাপ। আগামী ২৬ মে নয়াদিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে জামিনের শুনানি।
অন্যদিকে, তিহাড় জেলে দ্বিতীয়বার দেখা হয় অনুব্রত ও সুকন্যার। প্রায় আধ ঘণ্টা ধরে কথা হয় দুজনের। মেয়ের সামনেই কান্নায় ভেঙে পড়েন অনুব্রত! মেয়েকে বলেন, “তোর দিল্লি আশা উচিত হয়নি৷” উত্তরে সুকন্যা জানান, “বারবার নোটিস পাঠাচ্ছিল কী করব?”
আরও পড়ুন: ঝড়বৃষ্টির সন্ধ্যায় হঠাৎই চায়ের দোকানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, খেলেন গরম গরম পকোড়াও, শুনলেন মানুষের কথা
মেয়েকে এদিন আশ্বাসও দেন অনুব্রত৷ বলেন, ‘‘চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে।’’ সুকন্যা তাঁর বাবাকে এ-ও জানান যে, গ্রেফতারির আগে তিনি তাঁর বাবার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন৷ এমনকি, কাস্টডি থাকাকালীনও বাবার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন সুকন্যা৷ কিন্তু, তাঁর সেই আর্জি মানা হয়নি৷
advertisement
advertisement
বাবার-শরীর স্বাস্থ্যেরও খোঁজ নেন সুকন্যা। কেষ্টকে সময় মতো ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দেন মেয়ে৷ মেয়ে সুকন্যাকে দেখেই আবেগ ধরে রাখতে পারেননি কেষ্ট। হাউ হাউ করে কেঁদে ফেলেন।
অনুব্রত মণ্ডলকে গরু পাচার মামলায় গ্রেফতার করেছে সিবিআই। পরে ইডি তাঁকে হেফাজতে নিয়ে দিল্লি নিয়ে যায়। এরপর, তিহাড় জেলে অনুব্রতকে পাঠানো হয়। তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলকেও পরে গ্রেফতার করে ইডি। তিনিও এখন তিহাড় জেলেই রয়েছেন।
advertisement
ARPITA HAZRA
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Anubrata Mondal | Sukanya Mondal: ‘ঠিকমতো মনে করে ওষুধ খে-ও!’, বাবাকে বললেন সুকন্যা, হাউ হাউ করে কেঁদে ফেললেন অনুব্রত
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement