এদিন ভাতার থেকে মানকর যাওয়ার সময়ে মানকর গ্রামে যান অভিষেক। হঠাৎ করেই রাস্তার পাশের এক চায়ের দোকানে নেমে যান৷ জানতে চান গ্রামবাসীদের অভাব অভিযোগের কথা।
3/ 7
গ্রামবাসীর অভিযোগ, সারা বছরই তাঁদের জলকষ্ট৷ বিশেষ করে গ্রীষ্মকালে জলস্তর নেমে যাওয়ায় তাঁদের খুব অসুবিধায় পড়তে হয়৷ এলাকায় ডিপ টিউবওয়েল বসানোর দাবি জানিয়েছেন তাঁরা।
4/ 7
এর পাশাপাশি গ্রামবাসীরা এদিন মানকর হাসপাতাল সম্পর্কেও তাঁদের আবেদন জানান অভিষেককে৷ বলেন, সেখানকার পরিকাঠামো উন্নয়ন করলে তাঁদের সুবিধা হবে৷
5/ 7
অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে যথাযথ স্থানে কথা বলবেন বলে জানান।
6/ 7
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় পালটা জানতে চেয়েছেন, পঞ্চায়েত যথাযথ ভাবে চলছে কি না৷ যদি অভিযোগ থাকে তাহলে যেন নির্ভয়ে তাঁরা সেই কথা বলেন।
7/ 7
এদিন ভাতারে যাওয়ার আগেই তীব্র ঝড়বৃষ্টির মধ্যে পড়ে অভিষেকের কনভয়৷ রাস্তায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে৷ নিরাপত্তার স্বার্থে কনভয়ের যাত্রা কিছুক্ষণের জন্য স্থগিত রাখা হয়৷ ভাতারে অভিষেকের সভামঞ্চও দুর্যোগের ফলে ক্ষতিগ্রস্ত হয় বলে খবর৷
Abhishek Banerjee: ঝড়বৃষ্টির সন্ধ্যায় হঠাৎই চায়ের দোকানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, খেলেন গরম গরম পকোড়াও, শুনলেন মানুষের কথা
গ্রামবাসীর অভিযোগ, সারা বছরই তাঁদের জলকষ্ট৷ বিশেষ করে গ্রীষ্মকালে জলস্তর নেমে যাওয়ায় তাঁদের খুব অসুবিধায় পড়তে হয়৷ এলাকায় ডিপ টিউবওয়েল বসানোর দাবি জানিয়েছেন তাঁরা।
Abhishek Banerjee: ঝড়বৃষ্টির সন্ধ্যায় হঠাৎই চায়ের দোকানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, খেলেন গরম গরম পকোড়াও, শুনলেন মানুষের কথা
এদিন ভাতারে যাওয়ার আগেই তীব্র ঝড়বৃষ্টির মধ্যে পড়ে অভিষেকের কনভয়৷ রাস্তায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে৷ নিরাপত্তার স্বার্থে কনভয়ের যাত্রা কিছুক্ষণের জন্য স্থগিত রাখা হয়৷ ভাতারে অভিষেকের সভামঞ্চও দুর্যোগের ফলে ক্ষতিগ্রস্ত হয় বলে খবর৷