Anubrata Mondal: সোমে সিবিআই হাজিরার কথা ছিল, রবিবার বড় সিদ্ধান্ত অনুব্রত মণ্ডলের! তুমুল জল্পনা

Last Updated:

Anubrata Mondal: গত বুধবার গরু পাচার মামলার তদন্তে বীরভূমের একাধিক জায়গায় হানা দিয়েছিল ইডি৷ অনুব্রত ঘনিষ্ঠ একাধিক ব্যবসায়ী এবং নেতার বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালান ইডি আধিকারিকরা৷

অনুব্রতর বড় সিদ্ধান্ত!
অনুব্রতর বড় সিদ্ধান্ত!
#কলকাতা: গরু পাচার মামলায় ফের বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) তলব করেছে সিবিআই। সোমবার সকাল ১১টায় তাঁকে হাজিরা দিতে হত নিজাম প্যালেসে। অনুব্রত-ঘনিষ্ঠদের বাড়ি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই এই তলব বলে CBI সূত্রে খবর। কিন্তু সোমবার তিনি হাজির হতে পারবেন না বলে রবিবারই একপ্রকার স্পষ্ট করে দিলেন 'কেষ্ট দা'। সিবিআই-কে তিনি ইমেলে না যেতে পারার কথা জানিয়েছেন বলে অনুব্রতর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর। ফলে এরপর ফের কবে তাঁকে সিবিআই ডাকে, সেটাই এখন দেখার।
প্রসঙ্গত, গত বুধবার গরু পাচার মামলার তদন্তে বীরভূমের একাধিক জায়গায় হানা দিয়েছিল ইডি৷ অনুব্রত ঘনিষ্ঠ একাধিক ব্যবসায়ী এবং নেতার বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালান ইডি আধিকারিকরা৷ ইডি-র সঙ্গে যৌথ তল্লাশিতে সামিল হয়েছিল সিবিআই-ও৷ যাঁদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল, তাঁদের মধ্যে ছিলেন অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ী টুলু মণ্ডল৷ তাঁর বাড়ি, অফিস এবং পেট্রোল পাম্পে তল্লাশি চালিয়েছিল ইডি ও সিবিআই।
advertisement
advertisement
এরপরই সোমবার বেলা এগারোটায় নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে অনুব্রত মণ্ডলকে৷ গরু পাচার কাণ্ডে এর আগেও তাঁকে জেরা করছে ইডি৷ যদিও প্রত্যেকবারই তাঁকে জেরা করে ছেড়ে দেওয়া হয়েছে৷ কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর অনুব্রত মণ্ডলকে সিবিআই ফের তলব করায় জল্পনা ছড়িয়েছে৷
advertisement
গরু পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য এর আগে পাঁচবার অনুব্রত মণ্ডলকে নোটিস দিয়েছিল সিবিআই। পঞ্চম নোটিসের পর তিনি কলকাতায় আসেন। কিন্তু নিজাম প্যালেসের পর এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়ে যান। এরপর তিনি যেদিন হাসপাতাল থেকে ছাড়া পান, তারপরেই ষষ্ঠ নোটিস পাঠায় সিবিআই। তখন হাজিরা দেন অনুব্রত মণ্ডল। তাঁকে প্রায় চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। সূত্রের খবর, সেই জিজ্ঞাসাবাদ সম্পূর্ণ হয়নি। বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে যে ফের ডাকা হতে পারে, সেটা নাকি তাঁকে তখনই জানিয়েছিল সিবিআই। শুক্রবার সপ্তমবার 'কেষ্ট'কে তলব করলেন তদন্তকারীরা। কিন্তু তিনি যে সোমবার যেতে পারবেন না, তা রবিবারই সিবিআই-কে জানিয়ে দিয়েছেন বলে খবর।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Anubrata Mondal: সোমে সিবিআই হাজিরার কথা ছিল, রবিবার বড় সিদ্ধান্ত অনুব্রত মণ্ডলের! তুমুল জল্পনা
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement