Anubrata Mondal: হাজিরা দেবেন, তবে শর্ত দিলেন অনুব্রত! সিবিআই-কে চিঠিতে কী জানালেন তৃণমূল নেতা?

Last Updated:

গত শুক্রবার এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পান অনুব্রত মণ্ডল৷ এর পরই ফের তাঁকে হাজিরা দেওয়ার নতুন করে নোটিস পাঠায় সিবিআই৷

অনুব্রত মণ্ডল৷
অনুব্রত মণ্ডল৷
#কলকাতা: গরু পাচার এবং ভোট পরবর্তী হিংসা মামলায় হাজিরা দেওয়ার জন্য সিবিআই-এর কাছে ফের নতুন করে সময় চাইলেন অনুব্রত মণ্ডল৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে তৃণমূল নেতার আবেদন, আগামী ২১ মে-র পরই যেন তাঁকে তলব করা হয়৷ অনুব্রতর হয়ে তাঁর আইনজীবী এ দিন সিবিআই-এর কাছে এই বার্তা পৌঁছে দিয়েছেন৷
গত শুক্রবার এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পান অনুব্রত মণ্ডল৷ এর পরই ফের তাঁকে হাজিরা দেওয়ার নতুন করে নোটিস পাঠায় সিবিআই৷ গরু পাচার মামলা ছাড়াও অনুব্রতকে ভোট পরবর্তী হিংসা মামলাতেও হাজিরার নির্দেশ দেওয়া হয়৷ যদিও চিকিৎসকরা তাঁকে একমাস বিশ্রাম নিতে বলেছেন, এই যুক্তি দেখিয়ে হাজিরা দেওয়া সম্ভব নয় বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানিয়ে দেন তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি৷
advertisement
advertisement
সূত্রের খবর, এ দিন অনুব্রত মণ্ডলের তরফে সিবিআই-কে চিঠি দিেয় জানানো হয়েছে, দুই মামলাতেই তাঁেক যেন ২১-মের পরে তলব করা হয়৷ কারণ এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরাই তাঁকে একমাস সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন৷ তবে সিবিআই কর্তারা চাইলে তাঁর বাড়িতে এসে তাঁকে জেরা করতে পারেন বলেও চিঠিতে জানিয়েছেন তৃণমূল নেতা৷ যদিও সিবিআই অনুব্রত মণ্ডলের বাড়িতে গিয়ে তাঁকে জেরা করবে, এমন খবর এখনও পর্যন্ত নেই৷ এই মুহূর্তে কলকাতাতেই রয়েছেন অনুব্রত৷
advertisement
তবে অনুব্রতর অসুস্থতার যুক্তি সহজে মানতে নারাজ িসবিআই৷ সূত্রের খবর, অনুব্রত হাসপাতালে ভর্তি থাকাকালীন এসএসকেএম-এর চিকিৎসকরা যে রিপোর্ট সিবিআই-কে পাঠিয়েছিলেন, তা দিল্লির এইএমস-এর চিকিৎসকদের দিয়ে খতিয়ে দেখার জন্য পাঠানো হয়েছে৷ অনুব্রত মণ্ডলকে এই সময় জেরা করা সম্ভব কি না, সে বিষয়েই নিশ্চিত হতে চাইছেন সিবিআই কর্তারা৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Anubrata Mondal: হাজিরা দেবেন, তবে শর্ত দিলেন অনুব্রত! সিবিআই-কে চিঠিতে কী জানালেন তৃণমূল নেতা?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement