#কলকাতা: শেষ পর্যন্ত কি গরু পাচার কাণ্ডে সিবিআই-এর মুখোমুখি হচ্ছেন অনুব্রত মণ্ডল? মঙ্গলবার বিকেলে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি কলকাতায় আসার পরই সেই সম্ভাবনা বেড়েছে৷ সূত্রের খবর, সম্ভবত বুধবার সকালেই নিজাম প্যালেসে সিবিআই দফতরে যেতে পারেন তৃণমূল নেতা৷
গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে পঞ্চম বার তলব করেছে সিবিআই৷ সেই সমন অনুযায়ী আগামিকাল, ৬ এপ্রিল বেলা একটায় তাঁকে নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছে৷ এর আগে প্রত্যেক বারই সিবিআই দফতরে হাজিরা এড়িয়েছেন অনুব্রত৷ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়ান তৃণমূল নেতা৷
আরও পড়ুন: 'রক্ষাকবচ' না পাওয়া নিয়ে শেষমেশ মুখ খুললেন অনুব্রত? কী জানালেন?
সিবিআই-এর সামনে হাজিরা দেওয়ার আগে কলকাতা হাইকোর্টের কাছে রক্ষাকবচ চেয়ে আবেদন করেছিলেন অনুব্রত৷ সেই আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট৷ তার পরেই ফের অনুব্রতকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷
আরও পড়ুন: 'আসানসোলে খেলা ভালই জমবে', ফের স্বমেজাজে দাপুটে অনুব্রত মণ্ডল, কেন এমন বললেন?
এই মুহূর্তে আসানসোলের লোকসভা উপনির্বাচনের জন্য তৃণমূলের পক্ষ থেকে অনুব্রত মণ্ডলকেই দায়িত্ব দেওয়া হয়েছে৷ সেই ব্যস্ততার মধ্যেও তিনি কলকাতায় আসায় সিবিআই দফতরে হাজিরা দেওয়ার সম্ভাবনাই প্রবল বলে মনে করা হচ্ছে৷
এ দিন সন্ধ্যায় নিউ টাউনের কাছে চিনার পার্কের একটি ফ্ল্যাটে এসে ওঠেন অনুব্রত৷ যদিও সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করেননি বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা৷ গরু পাচার কাণ্ডের পাশাপাশি ভোট পরবর্তী হিংসা মামলাতেও অনুব্রতকে তলব করেছিল সিবিআই৷ সেই মামলাতেও এখনও সিবিআই-এর মুখোমুখি হননি তিনি৷
সহকারী প্রতিবেদন- অনুপ চক্রবর্তী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anubrata Mondal, CBI