'তথ্য-প্রমাণ' দেখিয়েই পেট থেকে কথা বের করতে চাইছে সিবিআই! প্রবল বেকায়দায় অনুব্রত মণ্ডল

Last Updated:

গরুপাচার কাণ্ডে গ্রেফতার হওয়া বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ কয়েকজন এবার সিবিআইয়ের স্ক্যানারে। (Anubrata Mondal) (cow smuggling case)

অনুব্রত মণ্ডল
অনুব্রত মণ্ডল
#কলকাতা: গরুপাচার কাণ্ডে গ্রেফতার হওয়া বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ কয়েকজন এবার সিবিআইয়ের স্ক্যানারে। তাঁদের উপর নজরদারি শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দারা। সূত্রের খবর, অনুব্রত-ঘনিষ্ঠ কয়েকজন যাঁদের কাছে গরুপাচারের টাকা পৌঁছেছিল, সেই তালিকা তৈরি করেছে সিবিআই। এমনকী যে দুটি কোম্পানির কথা জানতে পেরেছে সিবিআই, সেই কোম্পানিগুলোর লেনদেন খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
রবিবার অনুব্রত সিবিআই হেফাজতে থাকাকালীন বীরভূমের তৃণমূল বিধায়ক, জেলার নেতাদের বৈঠক নিয়ে খোঁজ নিয়েছেন। পড়েছেন খবরের কাগজও। পেটের থেকে কথা বের করতে নানা ভাবে ছক কষেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সূত্রের খবর, এমন ভাবে প্রশ্নের তালিকায় তৈরি করা হয়েছে যে, কোনও ভাবেই নাম এড়িয়ে মন্তব্য সম্ভব নয় অনুব্রত মণ্ডলের পক্ষে। দুর্নীতির জট ছাড়াতে এক কথায় আঁটঘাট বেঁধে নেমেছে সিবিআই।
advertisement
আরও পড়ুন: তালিকা তৈরি, এবার গরুপাচারে 'জড়িত' পুলিশকর্মীদের ডাক পড়বে! অনুব্রতকে ঘিরছে সিবিআই
সিবিআই সূত্রে খবর, গরুপাচার মামলায় সিবিআইয়ের নজরে বীরভূমের একাধিক পুলিশ কর্মীও রয়েছেন। যাদের নিয়ে অনুব্রত মণ্ডলকে জেরা করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। ভিন রাজ্য থেকে লরি ভর্তি গরু বীরভূম হয়ে এ রাজ্যে ঢুকেছে। বিএসএফ ও শুল্ক দফতরে একাধিক কর্তা ও কর্মীর সহযোগিতায় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে গিয়েছে। সিবিআই তদন্তে যেমন এই তথ্য উঠে এসেছে, তেমন প্রমাণ মিলেছে বীরভূমের একাধিক পুলিশকর্মীর যোগ, দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।
advertisement
advertisement
আরও পড়ুন: 'জীবনের পথে উজ্জ্বল হোক যাত্রা', বাংলার 'কন্যাশ্রী'দের স্বপ্ন দেখার সাহস দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
ইতিমধ্যেই এই গরুপাচার মামলায় এনামূল হককে সাহায্য করার অপরাধে গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডলের দেহরক্ষী তথা রাজ্য পুলিশের কনস্টেবল সায়গল হোসেন। এখন হেফাজতে রয়েছেন অনুব্রত মণ্ডলও। তদন্ত করতে গিয়ে সায়গলকে জেরা করেও এই মামলায় আরও বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই জানতে পেরেছে বীরভূমে গরু বোঝাই লরি ঢোকা থেকে বেরিয়ে যাওয়া পর্যন্ত সাহায্য করত পুলিশের একাংশ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'তথ্য-প্রমাণ' দেখিয়েই পেট থেকে কথা বের করতে চাইছে সিবিআই! প্রবল বেকায়দায় অনুব্রত মণ্ডল
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement