Anubrata Mondal News: হাসপাতালে ভর্তি অনুব্রত মণ্ডল! বাবার খবর শুনেই কান্নায় ভেঙে পড়লেন সুকন্যা
- Reported by:Rajib Chakraborty
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Anubrata Mondal News: গরু পাচার মামলা দিল্লিতে কেন স্থানান্তর করা হবে, তা নিয়ে আসানসোলের বিশেষ সিবিআই আদালতের এজলাসে প্রশ্ন তুলেছিলেন অভিযুক্ত তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।
নয়াদিল্লি: হাসপাতালে ভর্তি জেলবন্দি অনুব্রত মণ্ডল। বুকে ব্যাথা, শ্বাসকষ্ট-সহ আরও কিছু সমস্যায় ভুগছেন তিনি। যে কারণে আদালতে পেশ করা গেল না অনুব্রতকে। তবে, আদালতে পেশ করা হল অনুব্রত কন্যা সুকন্যা-সহ অন্য ধৃতদের। বাবা অসুস্থ শুনে আদালত কক্ষে কেঁদে ফেললেন সুকন্যা মণ্ডল। অবশ্য হাসপাতালে ভর্তি হলেও ২১ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতেই যেতে হল অনুব্রতকে। একই নির্দেশ দেওয়া হয়েছে সুকন্যা, মণীশ, সায়গল-সহ সকলের।
গরু পাচার মামলা দিল্লিতে কেন স্থানান্তর করা হবে, তা নিয়ে আসানসোলের বিশেষ সিবিআই আদালতের এজলাসে প্রশ্ন তুলেছিলেন অভিযুক্ত তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। পাশাপাশি, জামিন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট চালু করার জন্যও আর্জি জানিয়েছিলেন তিনি।
advertisement
আরও পড়ুন: ভারতের সবচেয়ে বড় নদীর নাম জানেন? যা ভাবছেন, তা কিন্তু নয়! সঠিক উত্তর জানেন মাত্র ১% মানুষ
advertisement
বিগত এক বছর ধরে জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল। বারবার জামিনের আবেদন করেও কোনও সুরাহা হয়নি। বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (ওরফে কেষ্ট) জামিন পেলে গরু পাচার মামলার পুরো তদন্ত প্রক্রিয়াতেই ধাক্কা লাগতে পারে বলে আদালতে দাবি করেছে ইডি, সিবিআই।
advertisement
দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টের বিশেষ সিবিআই আদালতে বিচারক রঘুবীর সিংহের এজলাসে তাঁর মামলার নিরপেক্ষ বিচার হচ্ছে না বলে অভিযোগ তুলেছিলেন অনুব্রত। বীরভূমের তৃণমূল নেতার দাবি ছিল, অন্য বেঞ্চে মামলা সরানো হোক। পরে রাউজ অ্যাভিনিউ আদালতের প্রধান জেলা ও দায়রা বিচারক অঞ্জু বজাজ চাঁদনার এজলাসে মামলার শুনানি হয়। সেখানেই ইডি-র আইনজীবীরা যুক্তি দেন, বেঞ্চ বদলের জেরে অনুব্রত জামিন পেয়ে গেলে গোটা তদন্তে প্রভাব পড়বে। শেষমেশ এখনও জামিন পাননি তিনি। এরই মধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 18, 2023 11:56 AM IST









