Anubrata Mandol: দিল্লি যাওয়া আটকাতে মরিয়া অনুব্রত, এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার ভাবনা
- Published by:Satabdi Adhikary
- Written by:Arpita Hazra
Last Updated:
রাজ্য পুলিশের প্রশ্ন , ইডি অনুব্রত মন্ডলকে হেফাজতের জন্য আদালতের অনুমতি পায়। তাহলে কেন কেন্দ্রীয় সরকারের হাসপাতালে অনুব্রতকে নিয়ে যাবে রাজ্য পুলিশ?
কলকাতা: অনুব্রতকে কে নিয়ে যাবে দিল্লি? পুলিশ নাকি ইডি? দিনভর এই প্রশ্নের চারপাশেই ঘুরপাক খাচ্ছে কেষ্টর দিল্লি যাত্রা। এ দিকে, দিল্লি যাওয়া আটকাতে মরিয়া বীরভূমের জেলা তৃণমূল সভাপতিও। হাইকোর্টের আর্জি খারিজ হয়েছিল গত শনিবারই। সূত্রের খবর, এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন অনুব্রত। তবে অনুব্রত শীর্ষ আদালতে গেলেও তাঁর দিল্লি যাত্রায় তার এখনই কোনও প্রভাব পড়বে না বলেই জানাচ্ছে সংশ্লিষ্ট মহল। সেক্ষেত্রে, যদি সুপ্রিম কোর্টে অনুব্রত কোনও রকমের রক্ষাকবচ পান, তবেই বদলাতে পারে পরিস্থিতি।
দিল্লি যাওয়া আটকাতে শনিবার কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন অনুব্রত। কিন্তু সেই আর্জি খারিজ করে দেয় আদালত। কেষ্টকে দিল্লি নিয়ে যাওয়ার বিষয়ে ইডি-কে সবুজ সঙ্কেত দেন বিচারপতি বিবেক চৌধুরী। কিন্তু, এর পাশাপাশি, জানানো হয়েছিল, অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার আগে কলকাতার কেন্দ্রীয় কোনও হাসপাতালে তাঁর স্বাস্থ্যপরীক্ষা করাতে হবে। শনিবার সন্ধে নাগাদ এ বিষয়ে আসানসোল জেলে চিঠিও পাঠায় ইডি। জানতে চাওয়া হয়, কখন কলকাতার উদ্দেশে অনুব্রতকে রওনা করাবেন জেল কর্তৃপক্ষ।
advertisement
advertisement
আরও পড়ুন: রফায় রাজি! তবে মানতে হবে দাবি, বিজেপি-কে কী শর্ত দিলেন তিপ্রামোথার মাণিক্য?
কিন্তু, রবিবার জানা যায়, জেলা পুলিশ অনুব্রতকে নিরাপত্তা দিয় কলকাতায় নিয়ে যেতে অপারগ। ইডি যেন নিজেই সেই দায়িত্ব নেয়। কিন্তু পরে পাল্টা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও জানিয়ে দেয়, অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার দায়িত্ব তাদের নয়। এখানেই প্রশ্ন, তা হলে কে অনুব্রতকে দিল্লি নিয়ে যাবে?
advertisement
সূত্রের খবর, নিয়ম অনুসারে, রাজ্য পুলিশ কখনও ইডি হেফাজতে থাকা অনুব্রতকে কেন্দ্রীয় সরকারের হাসপাতালে নিয়ে যেতে পারে না। এক্ষেত্রে, রাজ্য পুলিশের কোনও ভূমিকা থাকার কথা নয়। সক্রিয় ভূমিকা নিতে হয় ইডি অধিকারিকদেরই। তাছাড়়া, রাজ্য পুলিশের এক শীর্ষকর্তার দাবি, হাইকোর্টের কোনও অর্ডারেও লেখা নেই যে অনুব্রতকে কেন্দ্রীয় সরকারি হাসপাতালে নিয়ে যেতে হবে রাজ্য পুলিশকে। ইডি এবং রাজ্য পুলিশ ও জেল কর্তৃপক্ষের টানাটানিতে রবিবারও অনুব্রতকে নিয়ে যাওয়া গেল না দিল্লি। সোমবার কি দিল্লিতে যাবেন অনুব্রত? নাকি ফস্কা গেরোয় আবারও আটকে যাবে তাঁর দিল্লি যাত্রা?
advertisement
arpita hazra
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,Delhi
First Published :
March 05, 2023 6:16 PM IST