Anubrata Mandal: ২১ জুলাইয়ের আগেই 'সুখবর' পেলেন অনুব্রত মণ্ডল! ED-কে জোড়া ধাক্কা আদালতের! বড় স্বস্তিতে কেষ্ট

Last Updated:

Anubrata Mandal: রাউস অ্যাভিনিউ আদালত ও দিল্লি হাই কোর্টে লাগাতার ধাক্কা খাওয়ার পর অবশেষে কিছুটা স্বস্তি পেলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।

গরু পাচারে অনুব্রত মণ্ডল
গরু পাচারে অনুব্রত মণ্ডল
কলকাতা : গরু পাচার মামলায় বেশ স্বস্তিতে বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। রাউস অ্যাভিনিউ আদালত ও দিল্লি হাই কোর্টে লাগাতার ধাক্কা খাওয়ার পর অবশেষে কিছুটা স্বস্তি পেলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। সম্প্রতি নতুন করে অনুব্রতর নামে আরও কিছু বেনামী সম্পত্তির হদিশ মিলেছে। এই সূত্র ধরে নেতাকে নতুন করে হেফাজতে নেওয়ার আবেদন করে বিশেষ সিবিআই আদালতের দ্বারস্থ হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
এদিন পিএমএলএ আইনের ৫০ নম্বর ধারার উল্লেখ করে নতুন করে বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে হেফাজতে নিতে চায় ইডি। তবে এর বিরোধীতা করে সওয়াল করেন কেষ্টর আইনজীবি সম্পৃক্তা ঘোষাল। ইডির দাবির তীব্র বিরোধিতা করে তিনি বলেন, উক্ত আইনে কেবল তাদেরই হেফাজতে নেওয়া যায়, যারা পুলিশ বা বিচারবিভাগীয় – কোনও হেফাজতেই নেই। তবে তার মক্কেল অনুব্রত জেল হেফাজতেই রয়েছেন, তাই এই ধারার প্রয়োগ হতে পারে না।
advertisement
advertisement
সবদিক বিচার করে বিচারক রঘুবীর সিং খারিজ করে দেন বিচারপতি। অন্যদিকে ফের অনুব্রতর বয়ান রেকর্ড করতে পারবে না ইডি, জানিয়ে দিল আদালত। তদন্তকারী সংস্থার আবেদন খারিজ করে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের নির্দেশ, PMLA ৫০-র অধীনে জেলবন্দি অনুব্রতর বয়ান রেকর্ড করা যাবে না।
advertisement
প্রসঙ্গত, গত বছর অগাস্টেই গরু পাচার মামলায় সিবিআই এর হাতে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। পরে তাকে হেফাজতে নেয় ইডি। গ্রেফতার হওয়ার পর থেকেই আসানসোলের বিশেষ সিবিআই আদালত, কলকাতা হাই কোর্ট, রাউস অ্যাভিনিউ কোর্টের বিশেষ সিবিআই আদালত ও দিল্লি হাই কোর্টে বারংবার জামিনের আবেদন করেছেন কেষ্ট। অনুব্রতর গ্রেফতারির ৮ মাস পর গত এপ্রিলে মেয়ে সুকন্যাকেও গ্রেফতার করে ইডি। বর্তমানে তিনিও তিহাড়ে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Anubrata Mandal: ২১ জুলাইয়ের আগেই 'সুখবর' পেলেন অনুব্রত মণ্ডল! ED-কে জোড়া ধাক্কা আদালতের! বড় স্বস্তিতে কেষ্ট
Next Article
advertisement
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
  • ব্রোচের মতোই দামি !

  • ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা

  • দেখে নিন ভাইরাল ছবি

VIEW MORE
advertisement
advertisement