Anubrata Mandal || ED: হল না শেষরক্ষা! অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে ED-কে অনুমতি আদালতের

Last Updated:

এর মধ্যেই অনুব্রতকে হাজির করানোর জন্য মঙ্গলবার আরও একটি শমন জারি করে রাউস অ্যাভিনিউ আদালত। সেই নির্দেশ বুধবার আসানসোল সংশোধনাগারে ইমেল মারফত পাঠায় ইডি। এর পরই বৃহস্পতিবার অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার অনুমতি চেয়ে বিশেষ সিবিআই আদালতে আবেদন করেন সংশোধনাগার কর্তৃপক্ষ। সেই অনুমতি মিলেছে।

দক্ষিণবঙ্গ: শেষরক্ষা হল না। সেই দিল্লি যেতেই হবে কেষ্টকে। অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার বিষয়ে সবুজ সঙ্কেত দিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। বিচারকের নির্দেশ পেয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা। কেষ্টকে দিল্লি নিয়ে যাওয়ার বিষয়ে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের নির্দেশ আসানসোল জেলা সংশোধনাগারে জমা দিয়েছিল ইডি। তার পরেই আসানসোলের বিশেষ সিবিআই আদালতে এই বিষয়ে আবেদন জানায় আসানসোল জেলা সংশোধনাগার। সেই আর্জিতেই বৃহস্পতিবার সায় দিয়েছেন বিচারক। আগামিকাল, শুক্রবারই অনুব্রতকে আসানসোল সংশোধনাগার থেকে দিল্লি নিয়ে যাওয়া হবে বলে জেল সূত্রের খবর।
ইতিমধ্যেই দিল্লিতে ইডি হেফাজতে রয়েছেন অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী তথা এক সময়ের ডান হাত সায়গল হোসেন। রয়েছেন গরুপাচার কাণ্ডের মূল অভিযুক্ত এনামূল হকও। সূত্রের খবর, অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে সায়গল-এনামূলের মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় ইডি।
সিবিআইয়ের হাতে অনুব্রত মণ্ডলের গ্রেফতারির বেশ কিছু দিন পরে আসানসোল সংশোধনাগারে গিয়ে কেষ্টকে জিজ্ঞাসাবাদ করেন ইডি-র আধিকারিকেরা। এরপরেই অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চেয়ে  দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে আবেদন জানায় ইডি। গত ৯ ডিসেম্বর ইডি-কে সেই অনুমতিও দেয় আদালত। তারপরেই পুরনো একটি মামলায় তাঁকে হেফাজতে চায় বীরভূমের দুবরাজপুর থানা। মাছ ব্যবসায়ী শিবঠাকুর মণ্ডলের সেই মামলা নিয়ে বিস্তর আলোচনা হয় রাজ্য রাজনীতিতে। বলা হয়, কেষ্টর দিল্লি যাত্রা রুখতেই জোর করে পুরনো মামলায় গ্রেফতার দেখানো হয়েছে অনুব্রতকে। তবে তাতেও বিশেষ লাভ হয়নি কেষ্টর।
advertisement
advertisement
আরও পড়ুন: ঘুরে দাঁড়ালো বাম-কংগ্রেস, কঠিন চ্যালেঞ্জের মুখে বিজেপি! ত্রিপুরার চাবিকাঠি তিপ্রামোথার হাতে?
এর মধ্যেই রাউস অ্যাভিনিউ আদালতে ইডি-র করা আর্জির বিরোধিতা করে দিল্লি হাইকোর্টে মামলা করেন অনুব্রতর আইনজীবী। যদিও সেখানেও অনুব্রতকে দিল্লিতে নিয়ে যাওয়ার নির্দেশের উপরে কোনও স্থগিতাদেশ জারি করেনি উচ্চ আদালত। আগামী ১৭ মার্চ দিল্লি হাইকোর্টে অনুব্রতের আবেদন মামলার পরবর্তী শুনানি।
advertisement
এর মধ্যেই গত মঙ্গলবার গরুপাচার মামলার শুনানি ছিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে। শুনানি চলাকালীন, বাকিদের বিচারবিভাগীয় হেফাজতে থাকা বন্দিদের পেশ করা হয় আদালতে। কিন্তু, কেষ্ট সেখানে ছিলেন না।  তখনই অনুব্রতর গরহাজিরা নিয়ে প্রশ্ন তোলে রাউস অ্যাভিনিউ কোর্ট। গত ১৯ ডিসেম্বর ওয়ারেন্ট জারি করার পরও কেন এখনও পর্যন্ত অনুব্রতকে পেশ করা হল না আদালতে, তা জানতে চায় আদালত।
advertisement
আরও পড়ুন: ভোট গণনার শুরুতেই আশার আলো দেখছে তৃণমূল, মুকুলের হাত ধরে কি বাংলার বাইরে পা রাখবে TMC
ওই দিনই অনুব্রতকে হাজির করানোর জন্য মঙ্গলবার আরও একটি শমন জারি করে রাউস অ্যাভিনিউ আদালত। সেই নির্দেশ বুধবার আসানসোল সংশোধনাগারে ইমেল মারফত পাঠায় ইডি। এর পরই বৃহস্পতিবার অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার অনুমতি চেয়ে বিশেষ সিবিআই আদালতে আবেদন করেন সংশোধনাগার কর্তৃপক্ষ। সেই অনুমতি মিলেছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Anubrata Mandal || ED: হল না শেষরক্ষা! অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে ED-কে অনুমতি আদালতের
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement