অস্ত্র রাজনীতি নিয়ে দিলীপ-অনুব্রতর হুমকি লড়াই
Last Updated:
লাভপুর এখনও থমথমে ৷ কিন্তু তারই মাঝে হুমকি লড়াইয়ে মেতে উঠেছেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ও অনুব্রত মন্ডল ৷
#সিউড়ি: লাভপুর এখনও থমথমে ৷ কিন্তু তারই মাঝে হুমকি লড়াইয়ে মেতে উঠেছেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ও অনুব্রত মন্ডল ৷ তার ওপর আহমেদপুরে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর ৷ ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে ৷ সোমবার এই অশান্তিকেই ইস্যু বানিয়ে নিজেদের মধ্যে রীতিমতো কাজিয়া শুরু করলেন অনুব্রত মন্ডল ও দিলীপ ঘোষ ৷
সোমবার দিলীপ ঘোষ অনুব্রত মন্ডলকে টেনে সোজাসাপটা মন্তব্য করেন ৷ দিলীপ ঘোষের কথায়, ‘‘তলোয়ার, বন্দুক নিতে আপত্তি নেই ৷ বাংলায় গুন্ডাদের মারতে আপত্তি নেই ৷ কারা ঢাক বাজাবে দেখিয়ে দেব ৷ পঞ্চায়েত নির্বাচনের আগেই দেখিয়ে দেব ৷ হাততালি দিয়ে তৃণমূলের নেতাদের সরিয়ে দেব ৷ ’
দিলীপ ঘোষের এরকম মন্তব্যের স্পষ্টই জবাব দেন অনুব্রত মন্ডল ৷ দিলীপ ঘোষকে কটাক্ষ করে অনুব্রত মন্ডল মন্তব্য করে বলেন, ‘‘ট্রিগার টেপার জন্য আঙুল ঠিক থাকবে তো?’ ৷ অনুব্রতের কথায়, ‘পার্টি অফিস ভাঙার মাশুল দিতে হবে বিজেপিকে আমরা ছেড়ে কথা বলব না ৷ ’
advertisement
advertisement
সোমবার লাভপুরে বোমা বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে মিছিল বার করেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী ৷ সেই মিছিলের সমালোচনা করে এদিন অনুব্রত মন্ডল জানান, ‘কে কোথায় কুকুরের মতো ঘেউ ঘেউ করল ৷ তাতে তৃণমূলের কিছু এসে যায় না ৷ ’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 24, 2017 6:28 PM IST