Anganwadi: অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্নার জন‍্য বাধ্যতামূলক LPG গ‍্যাস! মর্মান্তিক দুর্ঘটনার পরেই সিদ্ধান্ত, বিধানসভায় বড় ঘোষণা শশীর

Last Updated:

এবার থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্নার জন্য ব‍্যবহার করতে হবে শুধুমাত্র এলপিজি গ্যাস। বাধ‍্যতামূলক করা হল এই নিয়ম।


অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্নার জন‍্য বাধ্যতামূলক LPG গ‍্যাস! মর্মান্তিক দুর্ঘটনার পরেই সিদ্ধান্ত, বিধানসভায় বড় ঘোষণা শশীর
অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্নার জন‍্য বাধ্যতামূলক LPG গ‍্যাস! মর্মান্তিক দুর্ঘটনার পরেই সিদ্ধান্ত, বিধানসভায় বড় ঘোষণা শশীর
কলকাতা: এবার থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্নার জন্য ব‍্যবহার করতে হবে শুধুমাত্র এলপিজি গ্যাস। বাধ‍্যতামূলক করা হল এই নিয়ম। সাম্প্রতিক দুর্ঘটনার পরেই এই সিদ্ধান্ত নিল সরকার। মঙ্গলবার নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা জানালেন, ‘‘আসন্ন আর্থিক বছরেই গোটা রাজ্যে সব অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই এলপিজি কানেকশনের কাজ শেষ করা হবে।’’
সম্প্রতি ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনার পর প্রশাসন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। গত ৭ ফেব্রুয়ারি, বালুরঘাট রুরাল এলাকার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্নার সময় ঘটে যায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড। ১৮ বছর ধরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মরত এক ৫৫ বছর বয়সী কর্মী কাঠের উনুনে রান্না করার সময় আচমকা তাঁর কাপড়ে আগুন লেগে যায়।
advertisement
advertisement
আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, এবং তিনি অগ্নিদগ্ধ হন। সেইসময় মাঠে কাজ করা এক কৃষক ঘটনাটি দেখতে পান এবং তৎক্ষণাৎ তাঁকে উদ্ধার করতে ছুটে আসেন। তবে শেষ রক্ষা হয়নি। ওই কর্মীর মুখ বাদে শরীরের অন্যান্য অংশ আগুনে গুরুতরভাবে ঝলসে যায়।
advertisement
দ্রুত তাঁকে খাসপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু অবস্থার অবনতি হলে সেখান থেকে স্থানান্তরিত করা হয় বালুরঘাট জেলা হাসপাতালে। দীর্ঘ লড়াইয়ের পর, সন্ধ্যা সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে ওই কর্মীর মৃত্যু হয়। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এর আগে কখনও এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেনি।
এই দুঃখজনক ঘটনার পর জেলা প্রশাসন শোক প্রকাশ করেছে এবং মৃত কর্মীর পরিবারকে দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিধানসভায় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা জানান রাজ্যে এই মুহূর্তে ৮১ হাজার ৩২১ টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে যেখানে এলপিজি কানেকশন দিয়ে শুরু করতে গেলে মোট খরচ হবে ৩৭ কোটি ৮১ লক্ষ ৪২ হাজার ৬৫০ টাকা।
advertisement
বর্তমানে রাজ্যের অধিকাংশ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই এলপিজি কানেকশন করার কাজ শুরু হয়েছে। প্রথমে সেই সব জায়গায় কাজ শুরু হয়েছে যেখানে নিজস্ব গৃহে রান্না করা হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য, নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা জানান আসন্ন আর্থিক বছরেই গোটা রাজ্যে সব অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই এলপিজি কানেকশনের কাজ শেষ করা হবে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Anganwadi: অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্নার জন‍্য বাধ্যতামূলক LPG গ‍্যাস! মর্মান্তিক দুর্ঘটনার পরেই সিদ্ধান্ত, বিধানসভায় বড় ঘোষণা শশীর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement