Amit Shah: 'ভোটের পরে আমাদের সরকার হোক...' সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধনে ফের 'সোনার বাংলা'র স্বপ্ন অমিত শাহের
- Reported by:Anup Chakraborty
- news18 bangla
- Published by:Salmali Das
Last Updated:
Amit Shah: আজ, শুক্রবার কলকাতায় পুজো উদ্বোধন করলেন অমিত শাহ। শুরুতে কথা ছিল তিনটি পুজো উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তবে বৃহস্পতিবার তিনি কলকাতায় আসার আগে বদলায় সেই সূচি।
কলকাতাঃ আজ, শুক্রবার কলকাতায় পুজো উদ্বোধন করলেন অমিত শাহ। শুরুতে কথা ছিল তিনটি পুজো উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তবে বৃহস্পতিবার তিনি কলকাতায় আসার আগে বদলায় সেই সূচি। জানা যায়, তিনটে নয়, দুটো পুজোর উদ্বোধন করবেন অমিত শাহ। তালিকা থেকে বাদ পড়ে দক্ষিণ কলকাতার সেবক সঙ্ঘ।
সকাল সাড়ে ১০টা নাগাদ সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন করেন তিনি। উদ্বোধন করে তিনি বলেন, ‘আমি পশ্চিমবঙ্গ ও দেশের সবাইকে দুর্গাপুজোর শুভেচ্ছা জানাই। সারা বিশ্বতে পুজো হয়। আমি মায়ের সামনে প্রার্থনা করেছি ভোটের পরে আমাদের সরকার হোক সোনার বাংলা গড়তে পারি।’ তিনি আরও বলেন, ‘পুজো আগে যে ১০জনের বেশি মৃত্যু হয়েছে তাদের প্রতি শোক জানাই।’
advertisement
advertisement
এরপর বেলা পৌনে ১২টা নাগাদ সল্টলেক ইজেডসিসি-এর পুজো উদ্বোধন করবেন অমিত শাহ। আজ, শুক্রবার বেলা ১টার বিমানে দিল্লি ফেরত যাবেন তিনি। এদিকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্যে সীলমোহর। বিজেপি রাজ্য নেতৃত্ব মানতে না চাইলেও বারংবার অস্বীকার করলেও অবশেষে অমিত সাহ দক্ষিণ কলকাতার পুজো উদ্বোধন বাতিল করলেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 26, 2025 12:59 PM IST







