বঙ্গ সফরে আজ রাজ্যে অমিত শাহ, তিনদিনের সফরে কোথায়, কোথায় যাবেন? দেখুন স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসূচি
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Amit Shah: আজ, সোমবার তিনদিনের বঙ্গ সফরে রাজ্যে আসছেন অমিত শাহ। গত সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের পর বছরের শেষে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফর ঘিরে বিজেপি শিবিরে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরকদমে।
কলকাতা: আজ, সোমবার তিনদিনের বঙ্গ সফরে রাজ্যে আসছেন অমিত শাহ। গত সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের পর বছরের শেষে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফর ঘিরে বিজেপি শিবিরে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরকদমে।
আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতির মাঝেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ২৯ ডিসেম্বর তিন দিনের বঙ্গ সফরে আসছেন বলে রবিবার জানিয়েছেন বিজেপি। দলীয় সূত্রের খবর, সোমবার সন্ধ্যায় তিনি কলকাতা বিমানবন্দরে পৌঁছে সরাসরি বিজেপির রাজ্য কার্যালয়ে যাবেন।
advertisement
advertisement
বিজেপি সূত্রে খবর, রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতেই শাহের এই সফর। রাজ্য কার্যালয়ে পৌঁছে অমিত শাহ দলের সাংগঠনিক অগ্রগতি ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে পর্যালোচনা করবেন। এছাড়াও, ৩০ ডিসেম্বর কলকাতায় একটি সাংবাদিক বৈঠক করতে পারেন তিনি।
সোমবার সন্ধ্যা ৭,২৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন অমিত শাহ। সেখান থেকে সন্ধ্যা ৭,৪৫ নাগাদ সল্টলেক বিজেপি দফতরে পৌঁছে দলের সাংগঠনিক বৈঠকে যোগ দেবেন তিনি। এরপর রাত ৯,৩০ মিনিটে সল্টলেক দফতর থেকে হোটেল তাল কুটির রওনা দেওয়ার কথা অমিত শাহের। এমনটাই দলীয় সূত্রে জানিয়েছে বিজেপি।
advertisement
আগামিকাল, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, সকাল ১১,৫০ – হোটেল থেকে রওনা দিয়ে হোটেল অল্টএয়ার-এ পৌঁছে সাংবাদিক বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর দুপুর ২,০০টো হোটেল অল্টএয়ারে সাংগঠনিক বৈঠক সারবেন শাহ।
বিকেল ৪,০৫ – হোটেল অল্টএয়ার থেকে মানিকতলা গোয়াবাগানের উদ্দেশ্যে রওনা দেবেন অমিত শাহ। সেখানে সমন্বয় বৈঠক সারার পর সন্ধ্যা ৬,৩০ – মানিকতলা গোয়াবাগান থেকে হোটেল তাল কুটিরের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।
advertisement
৩১ ডিসেম্বর ২০২৫, বুধবার সকাল ১০,৫৫ – হোটেল তাল কুটির থেকে রওনা দিয়ে কলকাতার ইসকন মন্দির পৌঁছবেন অমিত শাহ। এরপর দুপুর ১২,০০ থেকে থাকবেন হোটেল অল্টএয়ারে দলের সাংগঠনিক বৈঠকে।
দুপুর ২,০০ -তে সায়েন্স সিটি অডিটরিয়ামে রয়েছে মন্ডল সভাপতিদের সঙ্গে বৈঠক। এরপর বিকেল ৩,২০ তে সায়েন্স সিটি থেকে কলকাতা বিমানবন্দরের উদ্যেশ্যে রওনা দেবেন অমিত শাহ। বিকেল ৩,৪০ নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে বিমানে দিল্লি ফিরবেন শাহ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 29, 2025 12:00 PM IST









