১৯ রাজ্যের পর এবার ১৯-এ বাংলা জিতবে বিজেপি, পুরুলিয়ায় অমিত শাহর হুঁশিয়ারি

নিজস্ব চিত্র

নিজস্ব চিত্র

লোকসভা ভোটে অলআউট লড়াই। রাজ্যে এসে বিজেপি কর্মীদের বার্তা দিলেন দলের সর্বভারতীয় সভাপতি ।

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: লোকসভা ভোটে অলআউট লড়াই। রাজ্যে এসে বিজেপি কর্মীদের বার্তা দিলেন দলের সর্বভারতীয় সভাপতি । লোকসভা ভোটে এরাজ্যে ৫০ শতাংশ আসন দখলের লক্ষ্যমাত্রাও বেঁধে দিলেন অমিত শাহ।

    আরও পড়ুন: ফুল-মালা বেনারসী শাড়িতে তারাপীঠ মন্দিরে পুজো দিলেন আমিত শাহ

    প্রায়োরিটি পশ্চিমবঙ্গ। লোকসভা ভোটে এরাজ্যে থেকে বড় সাফল্যের আশায় গেরুয়া শিবির। রাজ্যে এসে তাই দলীয় নেতা-কর্মীদের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন বিজেপি সভাপতি।

    এদিন তারাপিঠে পুজো দিয়ে পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দেন অমিত শাহ ৷ শিমুলিয়া ময়দানে জনসভা থেকে তৃণমূল সরকারকে আক্রমণ করেন তিনি ৷

    আরও পড়ুন: বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ! আহত ৪০-এরও বেশি যাত্রী

    এদিন তিনি বলেন,

    হিংসা বাংলার সংস্কৃতি নয় ৷ আগে বাংলায় রবীন্দ্র সংগীত চলত ৷ এখন বোমা-গুলির শব্দ শোনায় তৃণমূল ৷ সন্ত্রাস করে বেশিদিন সরকারে থাকা যাবে না ৷ পঞ্চায়েত ভোটে মনোনয়নে বাধা দেওয়া হয় ৷ মানুষকে ভোট দিতেও বাধা দেয় তৃণমূল ৷ আমাদের কর্মীদের মারধর করা হয়েছে ৷ ঘরে ঘরে গিয়ে ভয় দেখিয়েছে শাসকদল ৷ বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়েছে ৷ ভোটে ২০ জন বিজেপি কর্মী নিহত হয়েছে ৷ এই সরকারের ক্ষমতায় থাকার যোগ্যতা নেই ৷ তৃণমূল সরকারকে উপড়ে ফেলুন ৷

    আরও পড়ুন: জমি বিবাদ, শিশুকে বাড়ি থেকে নিয়ে গিয়ে নগ্ন করে সোশ্যাল মিডিয়ায় ছবি দিল প্রতিবেশী

    সূত্রের খবর, রাজ্যে সাইবার সেলের কাজ নিয়ে ক্ষোভ গোপন রাখেননি অমিত শাহ। পঞ্চায়েত নির্বাচনে ভালো ফল করার পর বিজেপির নজরে এই জেলা। সঙ্গে বুথভিত্তিক সংগঠনের দিকে তাকিয়ে শুরু হচ্ছে লোকসভা যাত্রার মতো রাজনৈতিক কর্মসূচি।

    First published:

    Tags: Amit Shah, Bjp Campaign