Amit Shah in Kolkata: মধ্যরাত পেরিয়ে কলকাতায় পা রাখলেন শাহ-নাড্ডা! বঙ্গ বিজেপির সঙ্গে আজই বৈঠক

Last Updated:

কালীঘাট মন্দির থেকে ফিরেই দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেবেন শাহ এবং নাড্ডা৷

কলকাতা বিমানবন্দরে অমিত শাহ৷ ছবি- এএনআই
কলকাতা বিমানবন্দরে অমিত শাহ৷ ছবি- এএনআই
কলকাতা: সোমবার গভীর রাতে কলকাতায় পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ তাঁর সঙ্গেই বিশেষ বিমানে কলকাতায় এসেছেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাও৷ গতকাল রাত প্রায় ১২.৪০ মিনিটে বিশেষ বিমানে কলকাতায় এসে পৌঁছন শাহ এবং নাড্ডা৷ অত রাতেও বিমানবন্দরে দলের দুই শীর্ষ নেতাকে স্বাগত জানাতে ঢাক, ঢোল নিয়ে উপস্থিত ছিলেন বিজেপি নেতা-কর্মীরা৷ ছিল মহিলা ঢাকিদের দলও৷
বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিধায়ক অগ্নিমিত্রা পালরাও৷
বিমানবন্দর থেকে সরাসরি নিউ টাউনের হোটেলে পৌঁছন অমিত শাহ এবং জে পি নাড্ডা৷ মঙ্গলবার সকাল থেকেই কলকাতায় একের পর এক কর্মসূচি রয়েছে অমিত শাহ এবং জে পি নাড্ডার৷ আজ সকাল সাড়ে ১০ টায় প্রথমে জোড়াসাঁকো একটি গুরুদ্বারে যাবেন অমিত শাহ এবং জে পি নাড্ডা৷ এর পর কালীঘাট মন্দিরে যাওয়ার কথা রয়েছে তাঁদের৷
advertisement
advertisement
কালীঘাট মন্দির থেকে ফিরেই দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেবেন শাহ এবং নাড্ডা৷ দলের রাজ্য নেতাদের ধারণা, এই বৈঠক থেকেই লোকসভা নির্বাচনের জন্য বঙ্গ বিজেপি-কে টার্গেট ঠিক করে দিতে পারেন দুই শীর্ষ নেতা৷ শুধু তাই নয়, ভোটের জন্য সংগঠন তৈরি থেকে শুরু করে কীভাবে প্রস্তুতি নিতে হবে, তার রূপরেখাও ঠিক করে দেওয়া হতে পারে আজকের বৈঠকে৷
advertisement
প্রায় তিন ঘণ্টার এই বৈঠক শেষে আলিপুরের ন্যাশনাল লাইব্রেরিতে যাবেন অমিত শাহ এবং জে পি নাড্ডা৷ সেখানে একটি কর্মসূচিতে যোগ দিয়ে সরাসরি বিমানবন্দরে পৌঁছবেন তাঁরা৷ গত মাসের শেষ দিকেই কলকাতায় এসে ধর্মতলায় সভা করে গিয়েছিলেন অমিত শাহ৷ সেই অর্থে, এক মাসের মধ্য দু বার রাজ্য সফরে এলেন তিনি৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Amit Shah in Kolkata: মধ্যরাত পেরিয়ে কলকাতায় পা রাখলেন শাহ-নাড্ডা! বঙ্গ বিজেপির সঙ্গে আজই বৈঠক
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement