Kolkata Police: বড়দিনের মাঝরাতে খাদ্যভবন তোলপাড়, নিজের বুকে গুলি করলেন পুলিশকর্মী

Last Updated:

Kolkata Police: বড়দিনের মাঝরাতে, আপাতত শান্ত পরিবেশকে কাঁপিয়ে দিয়ে গেল গুলির শব্দ৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কলকাতা: হঠাৎই তোলপাড় খাদ্যভবন৷ বড়দিনের মাঝরাতে, আপাতত শান্ত পরিবেশকে কাঁপিয়ে দিয়ে গেল গুলির শব্দ৷ ব্যরাক থেকে ডিউটিতে যাওয়ার পথে নিজের সার্ভিস রিভলবার থেকে নিজের বুকেই গুলি করলেন তাপস পাল নামে কলকাতা পুলিশের এক পুলিশকর্মী৷ ঘটনায় মৃত্যু হয়েছে ওই পুলিশকর্মী৷ ঘটনায় স্বাভাবিক ভাবে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়৷ কেন নিজের বুকে গুলি করে বসলেন তাপস, তা এখনও অজানা৷
সূত্র মারফত জানা গিয়েছে, ওই পুলিশকর্মীকে গুলিবিদ্ধ অবস্থায় তাঁরই সহকর্মীরা নিয়ে যান হাসপাতালে৷ সেখানেই তাঁর মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে৷
advertisement
খাদ্য ভবনের ভিতরে পুলিশের ব্যারাক রয়েছে৷ সেই ব্যারাক থেকেই এদিন রাত ১০.৫০ থেকে ১১টার মধ্যে ডিউটিতে যাচ্ছিলেন পুলিশের রিজার্ভ ফোর্সের ওই অফিসার৷ সেই সময়েই হঠাৎ গুলির শব্দ শোনা যায়৷ তিনি কি স্বইচ্ছায় নিজেকে আঘাত করেছেন নাকি কোনও কারণে অতর্কিতে গুলি চলে গিয়েছে, এখনও তা স্পষ্ট নয়৷ তবে প্রাথমিক ভাবে পুলিসের অনুমান আত্মঘাতী হয়েছেন ওই কনস্টেবল।
advertisement
পুলিশ প্রাথমিক ভাবে জানিয়েছে, ছুটি কাটিয়ে ২৪ তারিখ বাড়ি থেকে ফিরেছিলেন তিনি। ডিউটিতে যাওয়ার আগে নিজের সার্ভিস রিভলবার ইস্যু করান। সিক্স চেম্বার রিভলবার। যার মধ্যে থেকে একটা গুলি চলেছে। পারিবারিক কোনও অশান্তি ছিল কিনা পরিবারের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করা হচ্ছে। নদিয়ার হরিণঘাটার বাসিন্দা ওই কনস্টেবল। ব্যারাক ঘর থাকলেও অধিকাংশ সময় বাড়ি থেকেই যাতায়াত করতেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Police: বড়দিনের মাঝরাতে খাদ্যভবন তোলপাড়, নিজের বুকে গুলি করলেন পুলিশকর্মী
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement