Kolkata Police: বড়দিনের মাঝরাতে খাদ্যভবন তোলপাড়, নিজের বুকে গুলি করলেন পুলিশকর্মী
- Written by:Amit Sarkar
- news18 bangla
- Published by:Uddalak B
Last Updated:
Kolkata Police: বড়দিনের মাঝরাতে, আপাতত শান্ত পরিবেশকে কাঁপিয়ে দিয়ে গেল গুলির শব্দ৷
কলকাতা: হঠাৎই তোলপাড় খাদ্যভবন৷ বড়দিনের মাঝরাতে, আপাতত শান্ত পরিবেশকে কাঁপিয়ে দিয়ে গেল গুলির শব্দ৷ ব্যরাক থেকে ডিউটিতে যাওয়ার পথে নিজের সার্ভিস রিভলবার থেকে নিজের বুকেই গুলি করলেন তাপস পাল নামে কলকাতা পুলিশের এক পুলিশকর্মী৷ ঘটনায় মৃত্যু হয়েছে ওই পুলিশকর্মী৷ ঘটনায় স্বাভাবিক ভাবে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়৷ কেন নিজের বুকে গুলি করে বসলেন তাপস, তা এখনও অজানা৷
সূত্র মারফত জানা গিয়েছে, ওই পুলিশকর্মীকে গুলিবিদ্ধ অবস্থায় তাঁরই সহকর্মীরা নিয়ে যান হাসপাতালে৷ সেখানেই তাঁর মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে৷
advertisement
খাদ্য ভবনের ভিতরে পুলিশের ব্যারাক রয়েছে৷ সেই ব্যারাক থেকেই এদিন রাত ১০.৫০ থেকে ১১টার মধ্যে ডিউটিতে যাচ্ছিলেন পুলিশের রিজার্ভ ফোর্সের ওই অফিসার৷ সেই সময়েই হঠাৎ গুলির শব্দ শোনা যায়৷ তিনি কি স্বইচ্ছায় নিজেকে আঘাত করেছেন নাকি কোনও কারণে অতর্কিতে গুলি চলে গিয়েছে, এখনও তা স্পষ্ট নয়৷ তবে প্রাথমিক ভাবে পুলিসের অনুমান আত্মঘাতী হয়েছেন ওই কনস্টেবল।
advertisement
পুলিশ প্রাথমিক ভাবে জানিয়েছে, ছুটি কাটিয়ে ২৪ তারিখ বাড়ি থেকে ফিরেছিলেন তিনি। ডিউটিতে যাওয়ার আগে নিজের সার্ভিস রিভলবার ইস্যু করান। সিক্স চেম্বার রিভলবার। যার মধ্যে থেকে একটা গুলি চলেছে। পারিবারিক কোনও অশান্তি ছিল কিনা পরিবারের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করা হচ্ছে। নদিয়ার হরিণঘাটার বাসিন্দা ওই কনস্টেবল। ব্যারাক ঘর থাকলেও অধিকাংশ সময় বাড়ি থেকেই যাতায়াত করতেন তিনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 25, 2023 11:52 PM IST










