Amit Shah In Kolkata: কলকাতায় পৌঁছোলেন অমিত শাহ, বিমানবন্দরে ঢাক-ঢোল,উপচে পড়া ভিড়, স্বাগত জানালেন শুভেন্দু, সুকান্ত, লকেট, অগ্নিমিত্রা-রা

Last Updated:

বঙ্গ সফরে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঢাকঢোল নিয়ে অমিত শাহকে বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। গাড়ির কনভয় থামিয়ে, গাড়ি থেকে নেমে সমর্থকদের অভিবাদন জানান শাহ

Amit Shah
Image: News18
Amit Shah Image: News18
কলকাতা: বঙ্গ সফরে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঢাকঢোল নিয়ে অমিত শাহকে বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। গাড়ির কনভয় থামিয়ে, গাড়ি থেকে নেমে সমর্থকদের অভিবাদন জানান শাহ। তাঁর সঙ্গে একই বিমানে এসেছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার দু’জনেই অমিত শাহের গাড়িতে ওঠেন। বিমানবন্দরে উপস্থিত ছিলেন লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল-সহ বিজেপির শীর্ষ স্থানীয় নেতৃত্বের সকলেই।
রাত ১০ টা নাগাদ অমিত শাহর বিমান নামে কলকাতা বিমানবন্দরে। বিমানবন্দর থেকে অমিত শাহর কনভয় ঢোকে বাইপাসের ধারের পাঁচতারা হোটেলে। অমিত শাহর সঙ্গে হোটেলে ঢোকেন নিশীথ প্রামাণিক। রাতে এই পাঁচতারা হোটেলেই বসবে ঘরোয়া বৈঠক। থাকবেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, সুনীল বনশাল, মঙ্গল পাণ্ডে, অমিত মালব্য-রা।
advertisement
advertisement
২ দিনের সফরে রাজ্যে এসেছেন অমিত শাহ। ৩১ মে – ১ জুন রাজ্যের কর্মসূচি অমিত শাহের। রবিবার দিনভর তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। ১ জুন নেতাজি ইনডোরে সাংগঠনিক সভা।  সাংসদ, বিধায়ক এবং রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বকে নিয়ে একটি বৈঠক করার কথা তাঁর। সেই বৈঠকে শুধু শীর্ষ স্থানীয় বিজেপি নেতৃত্ব নয়, মণ্ডল সভাপতি থেকে শুরু করে জেলা এবং রাজ্যস্তরের নেতৃত্বরাও থাকবেন।স্বামী বিবেকানন্দের বাড়িতেও যাবেন অমিত শাহ।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Amit Shah In Kolkata: কলকাতায় পৌঁছোলেন অমিত শাহ, বিমানবন্দরে ঢাক-ঢোল,উপচে পড়া ভিড়, স্বাগত জানালেন শুভেন্দু, সুকান্ত, লকেট, অগ্নিমিত্রা-রা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গে দুর্যোগ চলবে ! কলকাতা-সহ দক্ষিণে বৃষ্টির বিরতি কত দিনের? জেনে নিন
উত্তরবঙ্গে দুর্যোগ চলবে ! কলকাতা-সহ দক্ষিণে বৃষ্টির বিরতি কত দিনের? জেনে নিন
  • উত্তরবঙ্গে দুর্যোগ চলবে !

  • কলকাতা-সহ দক্ষিণে বৃষ্টির বিরতি কত দিনের?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement