Amit Mitra: এই বাজেট সাধারণ মানুষের বিরুদ্ধে, বললেন অমিত মিত্র
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Amit Mitra: কেন্দ্রীয় বাজেটে সাধারণ মানুষের কোনও প্রাপ্তি নেই৷ এটা সাধারণ মানুষের বিরুদ্ধে বাজেট৷ বললেন অমিত মিত্র৷
#কলকাতা: কেন্দ্রীয় বাজেটে সাধারণ মানুষের কোনও প্রাপ্তি নেই৷ এটা সাধারণ মানুষের বিরুদ্ধে ৷ বললেন মুখ্যমন্ত্রীর অর্থদফতরের প্রধান উপদেষ্টা অমিত মিত্র (Amit Mitra)৷
কোভিডের পর আরও বেশি আর্থিক সমস্যার মুখোমুখি হয়েছে মানুষ৷ কোভিড-পরবর্তী ভারতে বেড়েছে মন্দা৷ কমেছে অর্থনীতির গতি৷ এমনটাই মনে করছেন মুখ্যমন্ত্রীর অর্থদফতরের প্রধান উপদেষ্টা (Amit Mitra)৷ তাঁর দাবি, এই বাজেটে বেকারত্বের কোনও সমাধান করা হয়নি৷ বেকারত্বের হার ৮ শতাংশে পৌঁছে গেছে৷ কোনও দিশা দেখানো হয়নি বেকারত্ব নিয়ে৷ মুদ্রাস্ফীতি আজ ১৪ শতাংশের দিকে চলে যাচ্ছে, বাজেট এই সম্পর্কেও কোনও উল্লেখ নেই৷ ভারতে এখন বেকারের সংখ্যা ১.২ কোটি৷ কী করছে কেন্দ্র?
advertisement
advertisement
২০২২-২৩-এর বাজেটে আশায় ছিলেন মধ্যবিত্তরা৷ কিন্তু বাজেটে এবারেও ব্যক্তিগত আয়কর কাঠামোয় কোনও বদল আনলেন না অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Income Tax Slabs 2022-23)৷ গত বছরও বাজেটে একই পথে হেঁটেছিলেন তিনি৷ অমিত অবশ্য দাবি করেছেন, কর ব্যবস্থার সরলীকরণের কথা ভাবছে কেন্দ্রীয় সরকার৷ তবে সীতারামনের বাজেটে কিছুটা হতাশই হলেন করদাতারা (Budget Speech 2022)৷ এ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন অমিত৷ করযোগ্য আয়ের ঊর্ধ্বসীমা আরও কিছুটা বাড়ানো হবে বলে আশা ছিল অর্থনীতিবিদদের একাংশেরও৷ তাঁরা মনে করছেন, কর ব্যবস্থায় পরিকাঠামো না আনায় বাজারে চাহিদাও সেভাবে বাড়বে না৷ ফলে, অর্থনীতি চাঙ্গা হওয়ার ক্ষেত্রেও নির্মলা সীতারামনের এই বাজেট বাধা হয়ে দাঁড়াতে পারে বলেই মনে করছেন অর্থনীতিবিদদের একাংশ৷ কারণ কর কাঠামো অপরিবর্তিত থাকায় মধ্যবিত্তের ক্রয়ক্ষমতাও বাড়ল না বলেই মত অর্থনীতিবিদদের৷
advertisement
সোমবার বাজেট অধিবেশনের শুরুতে কোভিড মোকাবিলায় ভারতের প্রশংসা করেন রাষ্ট্রপতি৷ কোভিড মোকাবিলায় ভারত তথা মোদি সরকারের প্রশংসায় পঞ্চমুখ হলেন কোবিন্দ। জানালেন, স্বাস্থ্য় পরিকাঠামো থেকে শুরু করে কোভিড মোকাবিলা সব দিক থেকেই ভারত উন্নতির চিহ্ন রেখেছে। তার প্রমাণ টিকাকরণেই। পাশাপাশি তিনি উল্লেখ করেছেন আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্পের কথাও৷ ১৫০ কোটি ডোজ ভ্যাকসিনের (Vaccination) রেকর্ড করেছে ভারত৷ এর মধ্যে ৭০ শতাংশেরই টিকাকরণের দ্বিতীয় ডোজ হয়ে গেছে৷ তবে মঙ্গলবার অমিত মিত্র জানিয়েছেন কোভিডে যারা মারা গিয়েছেন, এই বাজেটে তাদের জন্য কিছু বলা হয়নি৷
advertisement
পাশাপাশি মধ্যবিত্তদের কোনও দিশা দেখাতে পারেনি এই বাজেট, এমনটাও জানিয়েছেন মুখ্যমন্ত্রীর অর্থদফতরের প্রধান উপদেষ্টা৷ গ্রামের মানুষ রা ১০০ দিনের কাজ যেটা করতেন, সেটাও কাটছাঁট করা হচ্ছে।
স্বাধীনতার ৭৫ তম বছরে যে বাজেট (Budget 2022) পেশ হচ্ছে, তা আগামী পঁচিশ বছরের দিশা দেখাবে৷, এমনটাই দাবি ছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রীর৷ ঠিক তার বিপরীতে অমিত মিত্রের কথায়, এই বাজেট ফাঁকা আওয়াজ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী যা যা বললেন, ঠিক তার বিপরীতেই সুর চড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রীর অর্থদফতরের প্রধান উপদেষ্টা (Amit Mitra)৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 01, 2022 3:05 PM IST