'বাংলা ভাষা বলা অপরাধ হতে পারে না'! ওড়িশায় বাংলার যুবককে পিটিয়ে খুনের ঘটনায় ধিক্কার মমতার

Last Updated:

বিজেপি-শাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর অত্যাচারের অভিযোগ, নিহত পরিযায়ী শ্রমিকের পরিবারকে সহায়তার আশ্বাস মুখ্যমন্ত্রীর।

ওড়িশায় জুয়েল শেখ হত্যার তদন্ত, মমতার তীব্র নিন্দা!
ওড়িশায় জুয়েল শেখ হত্যার তদন্ত, মমতার তীব্র নিন্দা!
বিজেপি-শাসিত বিভিন্ন রাজ্যে বাংলাভাষী মানুষের উপর নেমে আসা অত্যাচার ও নিগ্রহের তীব্র নিন্দা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, নিগৃহীত, সন্ত্রস্ত ও অত্যাচারিত পরিযায়ী বাংলাভাষী পরিবারগুলির পাশে রাজ্য সরকার রয়েছে এবং তাঁদের সব রকম সহযোগিতা করা হবে। সম্প্রতি জঙ্গিপুর এলাকার কয়েকজন পরিযায়ী শ্রমিক বিজেপি-শাসিত ওড়িশা রাজ্যে নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ।
মুখ্যমন্ত্রী বলেন, মানুষের জীবনের বিনিময়ে কোনও মূল্য হয় না। তবে যেসব ক্ষেত্রে মৃত্যুর ঘটনা ঘটেছে, সেই পরিবারগুলির জন্য আর্থিক ক্ষতিপূরণের অঙ্গীকার করছে রাজ্য সরকার। তাঁর বক্তব্য, বিজেপি-শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী মানুষের উপর যে নির্মমতা চলছে, তা অত্যন্ত নিন্দনীয় এবং দুর্ভাগ্যজনক।
advertisement
advertisement
ওড়িশার সম্বলপুরে বুধবার রাতে এক পরিযায়ী শ্রমিককে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ সন্দেহে মারধর করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। নিহতের নাম জুয়েল শেখ (৩০)। তিনি মুর্শিদাবাদের একজন পরিযায়ী শ্রমিক ছিলেন। এই ঘটনার কথা জানাজানি হওয়ার পরেই বিজেপিশাসিত ওড়িশা সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে বাংলার শাসকদল তৃণমূল। তাদের অভিযোগ, বাংলা ভাষায় কথা বলাতেই ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ হিসাবে অভিযুক্ত করে ওই পরিযায়ী শ্রমিককে হত্যা করা হয়েছে। এই ঘটনার পর মুর্শিদাবাদের একাধিক পরিযায়ী শ্রমিক আতঙ্কিত হয়ে ওড়িশা ছেড়ে বাড়ি ফিরছেন বলেও জানা গিয়েছে।
advertisement
advertisement
এই মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজ্য সরকারের তরফে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, বাংলাভাষায় কথা বলা কোনও অপরাধ হতে পারে না।
নিহত জুয়েল রানার ঘটনায় ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ পুলিশ সুতি থানায় জিরো এফআইআর দায়ের করেছে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় এখনও পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের স্বার্থে পশ্চিমবঙ্গ পুলিশের একটি দল ওড়িশায় গিয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
advertisement
বিজেপি-শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর যে নিগ্রহের ঘটনা সামনে আসছে, তার তীব্র প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং নিগৃহীত পরিবারগুলির জন্য রাজ্য সরকার সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দেবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'বাংলা ভাষা বলা অপরাধ হতে পারে না'! ওড়িশায় বাংলার যুবককে পিটিয়ে খুনের ঘটনায় ধিক্কার মমতার
Next Article
advertisement
Suvendu Adhikari: 'যা করছেন ফল ভোগ করতে হবে!' নন্দীগ্রাম থানায় গিয়ে পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দুর
'যা করছেন ফল ভোগ করতে হবে!' নন্দীগ্রাম থানায় গিয়ে পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দুর
  • নন্দীগ্রাম থানায় শুভেন্দু অধিকারী৷

  • পুলিশকে হুঁশিয়ারি বিরোধী দলনেতার৷

  • বিজেপি কর্মীকে মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ শুভেন্দুর৷

VIEW MORE
advertisement
advertisement