SFI Leader Molestation Case: শ্লীলতাহানির অভিযোগে সাসপেন্ড SFI নেতা! যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আর্টস ইউনিটের 'বিশেষ' পদে আসীন
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
SFI Leader Molestation Case: বিবৃতিতে বলা হয়েছে, ভারতের ছাত্র ফেডারেশন যাদবপুর বিশ্ববিদ্যালয় আর্টস ইউনিটের সহ-সম্পাদক সৌমিক মণ্ডলের বিরুদ্ধে এক শ্লীলতাহানির অভিযোগ সংগঠনে জমা পড়ে।
কলকাতাঃ এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এসএফআই এক নেতাকে সাসপেন্ড করল। যা প্রেস বিবৃতি দিয়ে জানিয়েছে এসএফআই। বিবৃতিতে বলা হয়েছে, ভারতের ছাত্র ফেডারেশন যাদবপুর বিশ্ববিদ্যালয় আর্টস ইউনিটের সহ-সম্পাদক সৌমিক মণ্ডলের বিরুদ্ধে এক শ্লীলতাহানির অভিযোগ সংগঠনে জমা পড়ে।
আরও পড়ুনঃ নয়ডা নয়, বিভাস অধিকারীর প্রতারণা চক্রের বীজ বপন শুরু হয় বাংলার এই জায়গা থেকে! চাঞ্চল্যকর তথ্য
বিবৃতিতে আরও লেখা আছে, ‘যাদবপুর বিশ্ববিদ্যালয়েরই এক ছাত্রী সংগঠনে এই অভিযোগ জানায়। ইউনিট স্তর থেকে লোকাল স্তরে অভিযোগ এলে সংগঠনে প্রাথমিক আলোচনার পর, আমরা সিদ্ধান্ত নিয়েছি, পরবর্তী চূড়ান্ত কোনও সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সৌমিককে সংগঠনের সমস্ত স্তরের সমস্ত কাজ থেকে বিরত রাখা হবে।’
advertisement
advertisement
সেখানে আরও লেখা আছে, ‘ এই বিবৃতি প্রকাশিক হবার সঙ্গে সঙ্গেই এই সিদ্ধান্ত কার্যকরী হবে।‘ চলতি বছর রাজনৈতিক প্রতিশোধের অভিযোগ তুলে সংগঠন থেকে ইস্তফা দিলেন এক নেত্রী। লিখিত ভাবে এসএফআই উত্তর ২৪ পরগনা জেলার নেতৃত্বকে ইস্তফাপত্র পাঠিয়েছেন সেই নেত্রী। যা নিয়ে অস্বস্তিতে দমদম-সহ উত্তর ২৪ পরগনা জেলা সিপিএম নেতৃত্ব।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 18, 2025 12:39 PM IST