রাজ্যে বাড়ছে বুথের সংখ্যা! ২৬-এর বিধানসভা ভোটের আগে আজ সর্বদলীয় বৈঠক... লাভ কী হল?
- Published by:Rachana Majumder
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
২৬ এর বিধানসভা ভোটের আগে রাজ্যে বাড়ছে বুথের সংখ্যা। বর্তমানে রাজ্যে বুথ রয়েছে প্রায় ৮৪ হাজার। জাতীয় নির্বাচন কমিশনের গাইডলাইন রয়েছে একটি বুথে সর্বোচ্চ ১২০০ ভোটার থাকতে পারবে।
কলকাতা: স্পেশাল ইনটেনসিভ রিভিশন চর্চার মধ্যেই আজ সর্বদলীয় বৈঠকে বসল নির্বাচন কমিশন। বুথ বিন্যাস, বহুতল ও হাউসিং কমপ্লেক্স গুলিতে নয়া বুথ তৈরি-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গিয়েছে।
২৬ এর বিধানসভা ভোটের আগে রাজ্যে বাড়ছে বুথের সংখ্যা। বর্তমানে রাজ্যে বুথ রয়েছে প্রায় ৮৪ হাজার। জাতীয় নির্বাচন কমিশনের গাইডলাইন রয়েছে একটি বুথে সর্বোচ্চ ১২০০ ভোটার থাকতে পারবে। সেই গাইডলাইন মানলে বুথের সংখ্যা বাড়বে প্রায় ১২হাজার। নয়া এই বুথগুলি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত নেয় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকেরা।
তবে জানা যাচ্ছে, সর্বদলীয় বৈঠক নিয়ে সন্তুষ্ট নয় কোন রাজনৈতিক দলই। বৈঠকের শুরুতেই বুথ বিন্যাস নিয়ে বাক-বিতন্ডা হয়। জেলাশাসকদের রিপোর্টের সঙ্গে একমত নয় বিরোধী দলগুলি। বৈঠকে স্পেশাল ইনটেন্সিভ রিভিশন নিয়ে সরব হল শাসক দল তৃণমূল কংগ্রেস। বুথ বিন্যাস নিয়ে বিভিন্ন জেলার জেলাশাসক অবৈধ রিপোর্ট দিয়েছেন। বুথ তৈরি নিয়ে কোন রাজনৈতিক দলের একটি ও অভিযোগ থাকবে না এটা কি করে সম্ভব? বৈঠকে উপস্থিত থেকে প্রশ্ন তুলল বিজেপি, সিপিআইএম, কংগ্রেস। বুথ বিন্যাস নিয়ে কোন রাজনৈতিক দলের কোনও অভিযোগ নেই বলে ২৪টি জেলার জেলাশাসক রিপোর্ট পাঠিয়েছেন সিইও দফতরে।
advertisement
advertisement
আরও পড়ুন: সুপ্রিম কোর্টের নির্দেশ, পুরনো চাকরি ফিরে পাচ্ছেন ৪২০০ চাকরিহারা! ছাড়পত্র শিক্ষা দফতরের
২৬-এর বিধানসভা ভোটের আগে এই সর্বদলীয় বৈঠক খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজ্যে ভোটার বিন্যাসের উপর ভিত্তি করে আরও ১৪ হাজার বুথ বাড়তে চলেছে। সে সব নিয়ে বিশদে আলোচনা করতেই এই সর্বদলীয় বৈঠকের ডাক।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 29, 2025 5:43 PM IST