সংক্রমণ রুখতে ৩০ শে জুন পর্যন্ত বন্ধ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পঠন-পাঠন, ঘোষণা শিক্ষামন্ত্রীর
- Published by:Shubhagata Dey
Last Updated:
রবিবার সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারের সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
#কলকাতা: স্কুলের পর এবার রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি আগামী ৩০ শে জুন পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার । রবিবার সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । তিনি বলেন " কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পঠন-পাঠন ৩০ শে জুন পর্যন্ত বন্ধ থাকবে। কিন্তু প্রশানিক কাজ কীভাবে পরিচালনা করবে তা ঠিক করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।"
শুক্রবার উপাচার্য পরিষদের অধীনে থাকা রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা ভিডিও কনফারেন্সে বৈঠক করেন । দেড় ঘন্টার বৈঠকে লকডাউন পরবর্তী পর্যায়ে কীভাবে বিশ্ববিদ্যালয় খোলা হবে , তা নিয়েই মূলত আলোচনা হয় । জানা গিয়েছে , বৈঠকে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির সব উপাচার্যরাই বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার পক্ষেই মত দেন । এরপর উপাচার্য পরিষদের তরফে শিক্ষা মন্ত্রী ও উচ্চ শিক্ষা দফতরকে প্রস্তাব দেওয়া হয় করোনা সংক্রমণ রুখতে আগামী ৩০ শে জুন পর্যন্ত কলেজ-বিশ্ববিদ্যালয় গুলির পঠনপাঠন বন্ধ রাখা হোক । তারপরই সাংবাদিক সম্মেলন করে ৩০ শে জুন পর্যন্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পঠন-পাঠন বন্ধ রাখার ঘোষণা করেন শিক্ষামন্ত্রী । এর আগে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে ।
advertisement
১০ জুন পর্যন্ত রাজ্যের স্কুল , কলেজ , বিশ্ববিদ্যালয়গুলিতে আগেই ছুটি ঘোষণা করা হয়েছিল । কিন্তু তার পরবর্তী সময়ে কলেজ ও বিশ্ববিদ্যালয় কীভাবে খোলা হবে সে বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওপর সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেন শিক্ষামন্ত্রী । এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ারের পরীক্ষা নেওয়া হবে । সেই প্রেক্ষিতে শিক্ষামন্ত্রীও জানিয়েছেন লকডাউন উঠলেই এক মাসের মধ্যেই পরীক্ষা নেওয়ার প্রস্তুতি শুরু করবে বিশ্ববিদ্যালয়গুলি ।
advertisement
advertisement
এদিন উপাচার্য পরিষদের আলোচনাতে মূলত বর্তমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় খোলা আদৌ সম্ভব কিনা , তা নিয়েই উপাচার্যদের মতামত বিনিময় হয় । রাজ্যে যেভাবে করোনা ভাইরাস সংক্রমণ বেড়ে যাচ্ছে তার নিরিখেই বিশ্ববিদ্যালয়গুলি আপাতত খোলা মতো পরিস্থিতি নেই বলেই উপাচার্যরা শুক্রবার এর বৈঠকে মতামত দেন । যদিও ওই বৈঠকে গরহাজির ছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুরাধা লোহিয়া ।
advertisement
করোনা ভাইরাস সংক্রমণের পাশাপাশি আমফানের তাণ্ডবেও রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে । বিশেষত কলকাতা , যাদবপুর , প্রেসিডেন্সি , রবীন্দ্রভারতী , বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমফানের তাণ্ডবে । একাধিক বিশ্ববিদ্যালয়ে গাছ উপড়ে , ডাল ভেঙে তছনছ হয়ে রয়েছে ক্যাম্পাস । গাছ সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে অনেকটাই সময় লাগবে বলে বৈঠকে জানিয়েচেন উপাচার্যরা । তাছাড়া বিশ্ববিদ্যালয়গুলি খুললেই ছাত্র-ছাত্রীদের হস্টেলে থাকতে দিতে হবে । করোনা ভাইরাস সংক্রমণ যে হারে বাড়ছে সেই পরিস্থিতিতে হস্টেলে কিভাবে পড়ুয়াদের রাখা সম্ভব সে নিয়েও বৈঠকে সংশয় প্রকাশ করেন কয়েকজন উপাচার্য । তাই আপাতত ৩০শে জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলি এবং কলেজগুলি যাতে বন্ধ রাখা হয় সেই বিষয়ে প্রস্তাব দেওয়ার কথা বৈঠকে বলা হয় । সেই প্রস্তাবে সাড়া দিয়ে রবিবার শিক্ষামন্ত্রী জানিয়ে দিলেন আগামী ৩০ শে জুন পর্যন্ত রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পঠন-পাঠন বন্ধ থাকবে ।
advertisement
SOMRAJ BANDOPADHYAY
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 31, 2020 5:23 PM IST