আদালতের নির্দেশে স্ত্রীয়ের জন্য খরচ করতে হবে মেয়রকে
Last Updated:
#কলকাতা: বিবাহবিচ্ছেদ মামলায় স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে মামলার খরচ বাবদ এককালীন ৪০ হাজার টাকা দেওয়ার নির্দেশ দিল আলিপুর আদালত ৷ এর পাশাপাশি মেয়েকেও প্রতি মাসে দিতে হবে ৪০ হাজার টাকা ৷ মঙ্গলবার আলিপুর আদালতের তরফ থেকে এমনটাই নির্দেশ দেওয়া হল শোভন চট্টোপাধ্যায়কে ৷
খোরপোশ মামলায় এককালীন ১৫ লক্ষ টাকা দাবি করেছিলেন রত্নাদেবী ৷ কিন্তু সেই দাবি এড়িয়ে মেয়ের খরচ বাবদ প্রতি মাসে ৪০ হাজার টাকা দেওয়ার নির্দেশ দিলেন বিচারক ৷ পাশাপাশি মামলার খরচ বাবদ এককালীন রত্না চট্টোপাধ্যায়কে ৭০ হাজার টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয় ৷ যদিও আলিপুর আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে যাওয়ার কথাও ভাবছেন রত্নাদেবী ৷ সূত্র মারফত এমনটাই খবর মিলেছে ৷
advertisement
১৪ অগাস্ট শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায় নিম্ন আদালতে আর্জি জানিয়ে ছিলেন তিনি বিবাহবিচ্ছেদের মামলা চালাতে পারবেন না ৷ যদি মামলা চলে, তা চালানোর জন্য এবং মেয়ের পড়াশুনোর খরচ চালানোর জন্য খোরপোশও দাবী করেন স্ত্রী রত্না চট্টোপাধ্যায় ৷ নিম্ন আদালত সেই আর্জি খারিজ করেব ৷ এরপরই রত্নাদেবী হাইকোর্টে যান ৷
advertisement
advertisement
গত বছরের শেষের দিকে স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেন মেয়র শোভন চট্টোপাধ্যায় ৷ মামলা চলাকালিন উঠে আসে মেয়রের এক বান্ধবীর নামও ৷ মেয়র স্পষ্ট জানিয়েছিলেন, তিনি রত্নার সঙ্গে আর সংসার করতে চান না ৷ এরপর ড্যামেজ কন্ট্রোল করতে ময়দানে নেমেছিলেন মুখ্যমন্ত্রীও ৷ কিন্তু লাভের লাভ কিছুই হয়নি ৷ উল্টে, তাদের মধ্যেকার সম্পর্ক আরও জটিল হতে শুরু করে ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 11, 2018 3:43 PM IST