উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ! পড়ুয়াদের বিক্ষোভ আলিয়া বিশ্ববিদ্যালয়ে
Last Updated:
উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তার পদত্যাগের দাবিতে আজ, শুক্রবার সকাল থেকেই বিক্ষোভ শুরু করে পড়ুয়ারা।
#কলকাতা: আলিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে ঢুকতে বাধা পড়ুয়াদের। উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তার পদত্যাগের দাবিতে আজ, শুক্রবার সকাল থেকেই বিক্ষোভ শুরু করে পড়ুয়ারা।
মুখে কালো কাপড় বেধে এবং কালো জামা পড়ে বিক্ষোভ দেখায় তারা। বিশ্ববিদ্যালয়ের মূল গেটে তালা লাগিয়ে দেওয়া হয়। এর ফলে ঢুকতে পারেননি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, অধ্যাপক, আধিকারিক ও কর্মীরা। উপাচার্যকে ৩০ মিনিট গেটের বাইরেই দাঁড় করিয়ে রাখা হয় । শেষমেষ পুলিশ ও নিরাপত্তারক্ষীদের মধ্যস্থতায় নিজের ঘরে যান উপাচার্য।
পড়ুয়াদের অভিযোগ, গত কয়েকদিন ধরেই ক্যাম্পাসে বিক্ষোভ চলছে কিন্তু উপাচার্য ক্যাম্পাসে ছিলেন না। এর জন্যই তাদের আজকের এই বিক্ষোভ কর্মসূচী ৷
advertisement
advertisement
তিনি জানিয়েছেন, “স্নাতকস্তরের বিজ্ঞান শাখার পাঠ্যসূচি যাতে বিশ্বমানের হয়, তার জন্য একটা কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির প্রধান হলেন প্রফেসার অমিতাভ রায়চৌধুরী। পাশাপাশি কমিটিতে রয়েছেন একজন কনসালটেন্ট। মুখ্যমন্ত্রীর সম্মতি পেলে আগামী (২০১৭-১৮) শিক্ষাবর্ষ থেকে স্নাতকস্তরের বিজ্ঞান শাখায় নতুন সিলেবাস চালু করা হবে।”
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 18, 2016 2:19 PM IST