Al-Queada Member Arrested: আল কায়দা যোগ! হুগলির দাদপুর থেকে ধৃত এক, বাংলা শাখার কাজ করছিল সে

Last Updated:

Al-Queada Member Arrested: ধৃত জঙ্গি নাসিমুদ্দিনের বয়স ৩১ বছর৷ সে মুর্শিদাবাদের খড়গ্রাম থানা এলাকার শেরপুরের বাসিন্দা৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কলকাতা: হুগলির দাদপুর থেকে গ্রেফতার আল কায়দার সঙ্গে যুক্ত সন্দেহভাজন এক ব্যক্তি৷ পুলিশ মারফত জানা গিয়েছে, ৩১ বছরের সেই যুবকের নাম নাসিমু্দ্দিন শেখ৷ তাঁকে হুগলির দাদপুরে তাঁর এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে৷ পুলিশ মারফত জানা গিয়েছে এক বছর ধরে বেপাত্তা ছিল সে৷ কোনও রকম খোঁজ পাওয়া যাচ্ছিল না৷ আল কায়দার সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে বলে জানানো গয়েছে৷
এসটিএফ সূত্রে খবর মিলেছে, ধৃত জঙ্গি নাসিমুদ্দিনের বয়স ৩১ বছর৷ সে মুর্শিদাবাদের খড়গ্রাম থানা এলাকার শেরপুরের বাসিন্দা৷ সেই ব্যক্তিউ একিউআইএস বা আল কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট-এর সদস্য ছিল৷
advertisement
পুলিশ আরও জানিয়েছে, পশ্চিমবঙ্গ মডিউলের জন্য কাজ করতে৷ আদর্শ ছড়িয়ে দেওয়ার কাজ ছিল তাঁর৷ তাঁকেই মঙ্গলবার দাদপুরে তাঁদের এত আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করে এসটিএম৷ শাসন থানায় এই বিষয়ে একটি অভিযোগ দায়ের হয়েছিল, সেটির ভিত্তিতেই এই গ্রেফতারি বলে জানিয়েছে পুলিশ৷
advertisement
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে এটা ধরা পড়েছে যে এই নাসিমুদ্দিন এক বছর ধরে ফেরার ছিল৷ তাকে কোনও ভাবেই খুঁজে পাওয়া যাচ্ছিল৷ তার বিরুদ্ধে জঙ্গিযোগের অভিযোগ দীর্ঘদিনের৷ আল কায়দার আদর্শ ছড়িয়ে দেওয়ার কাজ করত নাসিমুদ্দিন৷ শুধু তাই নয়, আগে এই জঙ্গি সন্দেহে গ্রেফতার বিভিন্ন নেতাদের সঙ্গে এর সরাসরি যোগ খুঁজে পেয়েছে পুলিশ৷ বেঙ্গল এসটিএফের ক্ষেত্রে এটি একটি বড় সাফল্য বলা যেতেই পারে৷ জঙ্গি দমকে আরও কিছুটা এগিয়ে গেল বেঙ্গল এসটিএফ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Al-Queada Member Arrested: আল কায়দা যোগ! হুগলির দাদপুর থেকে ধৃত এক, বাংলা শাখার কাজ করছিল সে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement