হোম /খবর /কলকাতা /
আল কায়দা যোগ! হুগলির দাদপুর থেকে ধৃত এক, বাংলা শাখার কাজ করছিল সে

Al-Queada Member Arrested: আল কায়দা যোগ! হুগলির দাদপুর থেকে ধৃত এক, বাংলা শাখার কাজ করছিল সে

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

Al-Queada Member Arrested: ধৃত জঙ্গি নাসিমুদ্দিনের বয়স ৩১ বছর৷ সে মুর্শিদাবাদের খড়গ্রাম থানা এলাকার শেরপুরের বাসিন্দা৷

  • Share this:

কলকাতা: হুগলির দাদপুর থেকে গ্রেফতার আল কায়দার সঙ্গে যুক্ত সন্দেহভাজন এক ব্যক্তি৷ পুলিশ মারফত জানা গিয়েছে, ৩১ বছরের সেই যুবকের নাম নাসিমু্দ্দিন শেখ৷ তাঁকে হুগলির দাদপুরে তাঁর এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে৷ পুলিশ মারফত জানা গিয়েছে এক বছর ধরে বেপাত্তা ছিল সে৷ কোনও রকম খোঁজ পাওয়া যাচ্ছিল না৷ আল কায়দার সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে বলে জানানো গয়েছে৷

এসটিএফ সূত্রে খবর মিলেছে, ধৃত জঙ্গি নাসিমুদ্দিনের বয়স ৩১ বছর৷ সে মুর্শিদাবাদের খড়গ্রাম থানা এলাকার শেরপুরের বাসিন্দা৷ সেই ব্যক্তিউ একিউআইএস বা আল কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট-এর সদস্য ছিল৷

পুলিশ আরও জানিয়েছে, পশ্চিমবঙ্গ মডিউলের জন্য কাজ করতে৷ আদর্শ ছড়িয়ে দেওয়ার কাজ ছিল তাঁর৷ তাঁকেই মঙ্গলবার দাদপুরে তাঁদের এত আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করে এসটিএম৷ শাসন থানায় এই বিষয়ে একটি অভিযোগ দায়ের হয়েছিল, সেটির ভিত্তিতেই এই গ্রেফতারি বলে জানিয়েছে পুলিশ৷

আরও পড়ুন - '৬০ দিন ছাড়ুন, রাস্তায় আমাদের মতো তাঁবু খাটিয়ে ৬ দিন থাকুন!' চ্যালেঞ্জ অভিষেকের

আরও পড়ুন - শুভেন্দুর সঙ্গে হোটেলে গোপন বৈঠক চার তৃণমূল নেতার? পোস্টারে ছয়লাপ তমলুক

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে এটা ধরা পড়েছে যে এই নাসিমুদ্দিন এক বছর ধরে ফেরার ছিল৷ তাকে কোনও ভাবেই খুঁজে পাওয়া যাচ্ছিল৷ তার বিরুদ্ধে জঙ্গিযোগের অভিযোগ দীর্ঘদিনের৷ আল কায়দার আদর্শ ছড়িয়ে দেওয়ার কাজ করত নাসিমুদ্দিন৷ শুধু তাই নয়, আগে এই জঙ্গি সন্দেহে গ্রেফতার বিভিন্ন নেতাদের সঙ্গে এর সরাসরি যোগ খুঁজে পেয়েছে পুলিশ৷ বেঙ্গল এসটিএফের ক্ষেত্রে এটি একটি বড় সাফল্য বলা যেতেই পারে৷ জঙ্গি দমকে আরও কিছুটা এগিয়ে গেল বেঙ্গল এসটিএফ৷

Published by:Uddalak B
First published:

Tags: STF, Terrorism