Akhil Giri: 'জেলবন্দিদের মধ্যে ২ জন মাস্টার ডিগ্রি পেয়েছে,' জানালেন কারামন্ত্রী অখিল গিরি

Last Updated:

Akhil Giri: জেলবন্দিদের সাক্ষরতার বিষয়ে এদিন বিধানসভায় তথ্য পেশ করেন কারামন্ত্রী অখিল গিরি


জেলবন্দিদের সাক্ষরতার বিষয়ে এদিন বিধানসভায় তথ্য পেশ
জেলবন্দিদের সাক্ষরতার বিষয়ে এদিন বিধানসভায় তথ্য পেশ
কলকাতা: জেলবন্দিদের সাক্ষরতার বিষয়ে এদিন বিধানসভায় তথ্য পেশ করেন কারামন্ত্রী অখিল গিরি। এদিন তিনি বলেন, “জেলবন্দিদের মধ্যে মাস্টার ডিগ্রি পাশ করেছেন ২ জন। স্নাতকস্তরে ১১ জন পরীক্ষার্থী ছিল। তার মধ্যে পাশ করেছে ২ জন। জেলবন্দিদের পড়াশোনার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্যের কারা দফতর।”
কারামন্ত্রী অখিল গিরি এদিন জানান, “ইন্দিরা গান্ধি মুক্ত বিশ্ববিদ্যালয় এরকম বহু জেলবন্দি পড়াশুনার জন্য ভর্তি হয়েছে। জেলবন্দিতে পড়াশোনায় আগ্রহ বাড়াতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে কারা দফতরের পক্ষ থেকে। উৎকর্ষ বাংলার মাধ্যমে তাদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।”
advertisement
advertisement
তিনি বলেন, “সার্টিফিকেট কোর্সে ভর্তির আগ্রহ বেশি দেখা যাচ্ছে। জেল থেকে মুক্ত হওয়ার পর তারা যাতে কর্মজীবন শুরু করতে পারে তার জন্য এই আগ্রহ। দুজন মাস্টার ডিগ্রী কোর্সে পাস করেছে। সার্টিফিকেট করতে ভর্তি হয়েছিন বর্তমান শিক্ষাবর্ষে ৪৪ জন। তাদের মধ্যে ২৪ জন পাস করেছে। গ্রাজুয়েটে ১১ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে দুজন।” পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ছে বলে জানান মন্ত্রী
বাংলা খবর/ খবর/কলকাতা/
Akhil Giri: 'জেলবন্দিদের মধ্যে ২ জন মাস্টার ডিগ্রি পেয়েছে,' জানালেন কারামন্ত্রী অখিল গিরি
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement