লিরিক ভিডিও-র পর এবার ব়্যাপ, ‘প্রথম ভোট’-এর ভিডিও প্রকাশ করল তৃণমূল কংগ্রেস
Last Updated:
#কলকাতা: ছৌনাচ থেকে ধুনুচি নাচ ! অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ‘প্রথম ভোট’ গানের মিউজিক ভিডিও বাংলার সংস্কৃতির একেবারে মেলবন্ধন ৷ শুধু সংস্কৃতির প্রতিচ্ছবিই নয় ৷ সেই সঙ্গে ব়্যাপের মাধ্যমে তুলে ধরা হয়েছে বাংলার উন্নয়নের একের পর এক প্রকল্পের ছবিও ৷
আজ অর্থাৎ ৬ মে দেশজুড়ে ছিল দ্বিতীয় দফার নির্বাচন ৷ সেই নির্বাচনের ভোটপর্ব শেষ হওয়ার পরই প্রকাশ করা হয় ভিডিওটি ৷ তবে, এর আগেই ইউটিউবে ভাইরাল লিরিক ভিডিওর পর এবার নাচে-গানে তৈরি হয়েছে ভিডিওটি ৷
After viral lyric video, Trinamool launches new ‘Prothom Vote’ music video
ভাইরাল লিরিক ভিডিওর পর এবার লঞ্চ হল তৃণমূলের ‘প্রথম ভোট’ মিউজিক ভিডিও Read More >> https://t.co/TdChfzpmxn pic.twitter.com/IE7epZbKcb — All India Trinamool Congress (@AITCofficial) May 6, 2019
advertisement
advertisement
ভিডিওটির মাধ্যমে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীনে বাংলায় যেসমস্ত উন্নয়নমূলক প্রকল্প হয়েছে ৷ সেই সমস্ত প্রকল্পই তুলে ধরা হয়েছে ৷ গানের লাইনে উঠে এসেছে- কন্যাশ্রী, রূপশ্রী, সবুজসাথী, যুবশ্রী-র মত বেশ কিছু সরকারি প্রকল্প ৷
এই গানটি লিখেছেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ আর এই গানের সুরকার এবং গানটি গেয়েছেন রূপম ইসলাম ৷
advertisement
২০১৯ এর লোকসভা নির্বাচনের জন্য তৃণমূলের নতুন মিউজিক ভিডিও - প্রথম ভোট - বাংলার পক্ষে দেবে না বিপক্ষে। শুনুন--->
Presenting #New Music Video #ProthomVote - Banglar Pokkhe na Bipokkhe. Enjoy. Share. ২০১৯ এর লোকসভা নির্বাচনের জন্য তৃণমূলের নতুন মিউজিক ভিডিও - প্রথম ভোট - বাংলার পক্ষে দেবে না বিপক্ষে। শুনুন। শেয়ার করুন। pic.twitter.com/TBnAvqaDH0 — All India Trinamool Congress (@AITCofficial) May 6, 2019
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
May 06, 2019 10:19 PM IST