Airport Agitation: রাঁচির বিমান হঠাৎই নামল দমদমে! যাত্রী অসন্তোষে তুলকালাম কলকাতা বিমানবন্দরে...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Airport Agitation: জানা গিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে জরুরি অবতরণ করানো হয় ওই বিমানটির। যার ফলে যাত্রী বিক্ষোভ শুরু হয় দমদম বিমানবন্দরে।
#কলকাতা : দমদম বিমানবন্দরে একটি রাঁচীগামী বিমানের জরুরি অবতরণ ঘিরে তুমুল অসন্তোষ সৃষ্টি হয় রবিবার। জানা যায় খারাপ আবহাওয়ার কারণেই ভুবনেশ্বর থেকে রাঁচীগামী ওই এয়ার ইন্ডিয়া (Air India Flight) বিমানটির জরুরি অবতরণ করানো হয়। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও বিমান সংস্থা থেকে কোনও কাঙ্খিত সমাধান না পেয়ে বিক্ষোভে (Airport Agitation) ফেটে করেন যাত্রীরা।
জানা গিয়েছে, খারাপ আবহাওয়ার (Bad Weather) কারণে জরুরি অবতরণ করানো হয় ওই বিমানটির। যার ফলে যাত্রী বিক্ষোভ শুরু হয় দমদম বিমানবন্দরে (Airport Agitation) । সূত্রের খবর, ভুবনেশ্বর থেকে রাঁচি যাওয়ার 9I719 এয়ার ইন্ডিয়া বিমানটির এদিন সকাল ১১:৩০ নাগাদ ওড়ার কথা থাকলেও দুপুর দুটো নাগাদ রওনা দেয় বিমানটি। রাঁচিতে খারাপ আবহাওয়া (Bad Weather) থাকায় কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে।
advertisement
advertisement
এদিকে জরুরি অবতরণের পর থেকে যাত্রীরা লাউঞ্জে অপেক্ষা করতে শুরু করেন। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা বিমানবন্দরে বসে থাকলেও সেভাবে সুরাহা হয়নি তাঁদের জন্য। অভিযোগ, প্রায় ৫০ জন যাত্রী ছিল বিমানে। অথচ তাঁদের জন্য কোনরকম ব্যবস্থা করা হয়নি। এমনকি জল পর্যন্ত দেওয়া হয়নি বলে অভিযোগ যাত্রীদের।
advertisement
সবমিলিয়ে এয়ার ইন্ডিয়া সংস্থার (Air India Flight) বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ আনেন অপেক্ষারত যাত্রীদের একাংশ। জানানো হয়েছে, এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের পক্ষ থেকে কুড়ি দিন পরে যাত্রীদের টাকা ফেরত দেওয়া হবে বলে জানানো হয়েছে। কিন্তু যাত্রী ভোগান্তির কোনও সুরাহা হয়নি সে ভাবে। যাত্রীরা গোটা ঘটনায় প্রশ্ন (Airport Agitation) তুলছেন, এখন তাঁরা কোথায় থাকবেন? অভিযোগ, যাত্রী সুরক্ষা ও স্বার্থে কোনরকম ব্যবস্থা করা হচ্ছে না এয়ার ইন্ডিয়ার তরফে। ফলে চরম ভোগান্তির মধ্যে কাটাতে হয় রাঁচিগামী বিমানের যাত্রীদের।
advertisement
অনুপ চক্রবর্তী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 24, 2022 12:32 AM IST