অবসাদ! প্রগতি ময়দানে বিমানসেবিকা নিলেন চরম সিদ্ধান্ত
- Written by:Arpita Hazra
- Published by:Suman Majumder
Last Updated:
Suicide: চাকরি হারানোর পর থেকেই অবসাদে ভুগছিলেন তিনি।
কলকাতা: প্রগতি ময়দানে এক বিমানসেবিকা চরম সিদ্ধান্ত নিলেন। লকডাউনের সময় চাকরি হারিয়েছিলেন। তার পর থেকেই অবসাদে ডুবে গিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত অবসাদের এই অন্ধকার সময়েই তলিয়ে গেলেন সেই তরুণী।
শনিবার বিকেল চারটে নাগাদ প্রগতি ময়দানের মেট্রোপলিটন কোঅপারেটিভ বিল্ডিং-এর উঁচুতলা থেকে ঝাঁপ দেন তিনি। অতি সংঙ্কটজনক অবস্থায় তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন- এ বার নজর ত্রিপুরায়, মেঘালয়ের পর মমতার সফর আগামী মাসের ৬-৭ তারিখে
ওই তরণীর নাম দেবপ্রিয়া বিশ্বাস। দেবপ্রিয়া আগে কাতার এয়ারলাইনসে কাজ করতেন। লকডাউনের সময় কাজ চলে যায় তাঁর। এর পর ইন্ডিগোতে কাজ শুরু করেন তিনি। দুমাস আগে দিদির বাড়ি আসেন মেট্রোপোলিটন কোঅপারেটিভ হাউসিং কমপ্লেক্সে। আজ বিকেলে তিনি বহুতল থেকে ঝাঁপ দেন।
advertisement
advertisement
কাজ চলে যাওয়ার পর থেকে অবসাদ ভুগছিলেন তিনি। ঘর থেকে কয়েকটা কাগজের টুকরো পাওয়া গিয়েছে। তবে সুইসাইড নোট মেলেনি। কিছু পুরোনো ছবিও পাওয়া গিয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 21, 2023 10:41 PM IST







