বর্ষাকালে বিমান ওঠানামায় বিশেষ নির্দেশিকা জারি DGCA-র
Last Updated:
#কলকাতা: বর্ষাকাল শুরু ৷ মুম্বইয়ে ইতিমধ্যেই প্রবল বর্ষায় বিপর্যস্ত জনজীবন ৷ সমস্যা দেখা দিয়েছে বিমান পরিষেবাতেও ৷ রানওয়েতে বিমানের চাকা পিছলে গিয়ে বিপত্তি ৷ বর্ষার জন্য কলকাতা বিমানবন্দরেও সেফটি সার্কুলার চালু করা হল ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA)-র তরফে ৷ এরোড্রমে আলোর ব্যবস্থা থেকে শুরু করে গ্রাউন্ড কর্মীরা কী কী ব্যবস্থা নেবেন, সবই রয়েছে এই নির্দেশিকায় ৷
বিমানের সেফ ল্যান্ডিংয়ের জন্য সমস্তরকম সতর্কিকরণের ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ অতিরিক্ত বৃষ্টিতে বিমান ল্যান্ডিংয়ের যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য আলোর ব্যবস্থাও জোরদার করা হবে ৷ কর্মীদের ওপর যাতে কোনওরকম সমস্যা না হয়, তার জন্য কর্মীদের রোস্টারের ব্যবস্থা ঠিকঠাক করা হবে ৷ খারাপ আবহাওয়ায় বিমান ওঠানামার বিষয়টা আরও ভালভাবে প্রশিক্ষণ দেওয়া হবে ক্রু মেম্বারদের ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 02, 2019 9:41 PM IST