Air Fare Hike due to Assam floods: অসমে বন্যা পরিস্থিতির জের, বন্ধ রেল পথ, অগ্নিমূল্য বিমান ভাড়া
- Published by:Debamoy Ghosh
Last Updated:
কলকাতা-আগরতলা, আগরতলা-কলকাতা, কলকাতা-গুয়াহাটি, গুয়াহাটি-কলকাতা, আগরতলা-গুয়াহাটি বিমানে ভাড়া বাড়ল অনেকটাই।
#কলকাতা: অসমে বন্যা পরিস্থিতির জের। বন্ধ ট্রেন চলাচল। রেল পথে যোগাযোগ বিচ্ছিন কলকাতা-আগরতলার।বর্তমান পরিস্থিতিতে অগ্নিমূল্য বিমানের ভাড়া। কলকাতা-আগরতলা, আগরতলা-কলকাতা, কলকাতা-গুয়াহাটি, গুয়াহাটি-কলকাতা, আগরতলা-গুয়াহাটি বিমানে ভাড়া বাড়ল অনেকটাই।
কলকাতা থেকে আগরতলা - সকাল ১১টার ইন্ডিগোর ভাড়া ৯২৩৭ টাকা। সকাল ৯ঃ৪০ মিনিটের ইন্ডিগোর ভাড়া ৮৩৩৭ টাকা। একই সংস্থার বিকেল ৩ টের ভাড়া ৭৩৩৭ টাকা, বিকেল ৪ঃ১০ এর ভাড়া ৬৭৩৭ টাকা। বিকেল ৫ঃ২০ মিনিটের ভাড়া ৬৭৩৭ টাকা।
এয়ার ইন্ডিয়ার সন্ধ্যা ছ' টার বিমানের ভাড়া ৬৭৩৭ টাকা। আগরতলা থেকে কলকাতায় ফেরার ইন্ডিগোর দুপুর ১২ঃ৪০- এর বিমানের ভাড়া ৮৯০৮ টাকা। বিকেল ৩ টের ভাড়া ৮৯০৮ টাকা। সন্ধ্যা ৬ঃ৫০ মিনিটের ভাড়া ৬২০৮ টাকা।
advertisement
advertisement
ফ্লাই বিগ সংস্থার বিকেল ৪ঃ১০ বিমানের ভাড়া ৭৮৯২ টাকা। সকাল ১১ঃ২৫ মিনিটের এয়ার ইন্ডিয়ার ভাড়া ১৫০৩৩ টাকা। সন্ধ্যা ৭ঃ৪৫ এর এয়ার ইন্ডিয়ার বিমানের ভাড়া ১৫০৩৩ টাকা।
সাধারণত গড়ে এই সমস্ত রুটে ভাড়া থাকে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে। সেটাই সাত থেকে পনেরো হাজার পর্যন্ত উঠেছে। কলকাতা থেকে গুয়াহাটি বিমানের ভাড়াও বেড়েছে অনেকটাই। ইন্ডিগো সংস্থার রাতের ন'টা নাগাদ বিমান ভাড়া ৫২৩৭ টাকা। সন্ধ্যা ৭ঃ২০ বিমানের ভাড়া ৬০৮৭ টাকা। বিকেল ৩ঃ১০ বিমানের ভাড়া ৭৩৩৭ টাকা। গো এয়ারের বিকেল ৩ঃ১০ এর বিমানের ভাড়া ৯৭৪৩ টাকা। স্পাইসজেটের সকাল ৬ঃ৪০ এর বিমানের ভাড়া ১১৪৪৩ টাকা। সকাল ৯ঃ৫০ এর বিমানের ভাড়া ১৫২০৭ টাকা।
advertisement
গুয়াহাটি থেকে কলকাতায় এয়ার ইন্ডিয়ার সকাল ১১ঃ৪০ এর বিমানের ভাড়া ৬১৩৯ টাকা৷ সকাল ৮ঃ৪০ মিনিটের স্পাইস জেটের বিমানের ভাড়া ৬৩৪০ টাকা। বিকেলে ৪ঃ৫০ এর গো-এয়ারের ভাড়া ৬৩৪০ টাকা।
সাধারণত দুই থেকে আড়াই বা তিন হাজার টাকায় মেলে টিকিট। আগরতলা থেকে গুয়াহাটির মধ্যে গড় ভাড়া যেখানে ২ থেকে ৩ হাজার হয়। সেখানে ভাড়ার অঙ্ক ছুঁয়েছে ৮৩০৮ টাকা। এছাড়া শিলচর, মিজোরাম সহ একাধিক রুটে বেড়েছে ভাড়া।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 18, 2022 9:07 AM IST