Trains cancelled for Assam floods: অসমে বন্যা, বাতিল- সংক্ষিপ্ত যাত্রা বহু ট্রেনের! তালিকায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসও

Last Updated:

উত্তর পূর্ব সীমান্ত রেলের তরফে জানানো হয়েছে, আগরতলা গামী এবং আগরতলা থেকে ছেড়ে আসা সমস্ত ট্রেনই বাতিল করা হয়েছে৷

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
#কলকাতা: অসমে বন্যার জেরে বাতিল একাধিক ট্রেন৷ বেশ কিছু ট্রেনের যাত্রাপথ কমানো হচ্ছে৷ এর মধ্যে রয়েছে শিয়ালদহ থেকে আগরতলা এবং শিলচরগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস৷
অসমে বন্যার জেরে রাজ্যের বিস্তীর্ণ এলাকায় রেল লাইন জলের তলায় চলে গিয়েছে৷ বিপর্যস্ত হয়ে গিয়েছে সিগন্যালিং ব্যবস্থাও৷ এর জেেরই রেল পথে গোটা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে আগরতলা এবং শিলচর৷
উত্তর পূর্ব সীমান্ত রেলের তরফে জানানো হয়েছে, আগরতলা গামী এবং আগরতলা থেকে ছেড়ে আসা সমস্ত ট্রেনই বাতিল করা হয়েছে৷ এর মধ্যে অধিকাংশ ট্রেনই এরাজ্যের উত্তরবঙ্গ হয়ে যায়৷
advertisement
advertisement
রেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৫, ১৭, ১৯ এবং ২০ মে শিয়ালদহ থেকে আগরতলাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস লুমডিং পর্যন্ত যাতায়াত করবে৷ ১৭, ১৯, ২১ এবং ২২ তারিখ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আগরতলার বদলে লুমডিং থেকে শিয়ালদহের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে৷
advertisement
১৬, ১৮ এবং ২১ মে শিয়ালদহ থেকে শিলচরগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসও লুমডিং পর্যন্ত যাবে৷ ১৮,২০ এবং ২৩ মে ট্রেনটির ফিরতি যাত্রাও শুরু হবে লুমডিং থেকেই৷ রেল কর্তাদের দাবি, বন্যার জেরে অসমে রেলপথের যে ক্ষতি হয়েছে তার পরিমাণ কয়েক কোটি টাকা৷ রেল পথ ফের ট্রেন চলাচলের উপযোগী করে তুলতেও বেশ কিছুদিন সময় লাগবে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Trains cancelled for Assam floods: অসমে বন্যা, বাতিল- সংক্ষিপ্ত যাত্রা বহু ট্রেনের! তালিকায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement