Air Condition Local Train: জোড়া এসি লোকাল শিয়ালদহ থেকে বনগাঁ-কৃষ্ণনগরে, টিকিট কাটার লম্বা লাইন! দেখুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
Air Condition Local Train: জোড়া এসি লোকাল চালু হল। টিকিট কাটতে লম্বা লাইন শিয়ালদহ স্টেশনে। জোড়া এসি লোকাল ট্রেন। শিয়ালদহ থেকে বনগাঁ ও কৃষ্ণনগর শাখায় এই জোড়া এসি লোকাল চলবে।
কলকাতা: জোড়া এসি লোকাল চালু হল। টিকিট কাটতে লম্বা লাইন শিয়ালদহ স্টেশনে। জোড়া এসি লোকাল ট্রেন। শিয়ালদহ থেকে বনগাঁ ও কৃষ্ণনগর শাখায় এই জোড়া এসি লোকাল চলবে।
আগে শিয়ালদহ-রানাঘাট শাখায় প্রথম এসি লোকাল ট্রেন চালানো শুরু করে পূর্ব রেল। যাত্রীদের উৎসাহের কারণেই আজ থেকে আরও দুটি এসি লোকাল চালু হল।
আরও পড়ুন: মানুষ চাইলে সব পারে, প্রমাণ দিলেন সঞ্চয় স্যার! একসময়ের ‘হাসির পাত্র’ আজ কলেজের সহকারী অধ্যাপক
রানাঘাট স্টেশন থেকে সকাল ৭:১১ মিনিটে এই ট্রেন ছাড়ে। বনগাঁ স্টেশনে ট্রেনটি পৌঁছনোর সময় সকাল ৮:৫২ মিনিটে। বনগাঁ জংশন থেকে সকাল ৯:৩৭ মিনিটে শিয়ালদহ স্টেশন পৌঁছয়। সন্ধ্যা ৬:১৪ মিনিটে ওই ট্রেন শিয়ালদহ থেকে বনগাঁর ট্রেন ছাড়বে। রাত ৮:০৪মিনিটে ওই ট্রেন বনগাঁ স্টেশনে পৌঁছবে। সেখান থেকে রানাঘাট স্টেশনে ওই ট্রেন পৌঁছবে রাত ৮:৪১ মিনিটে।
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় যাদবপুর, NIRF র্যাঙ্কিংয়ে বাংলার আর কোন কোন শিক্ষাপ্রতিষ্ঠান?
শিয়ালদহ-কৃষ্ণনগর শাখায় এসি লোকাল সকাল ৯:৪৮ মিনিটে শিয়ালদহ স্টেশন থেকে ছাড়বে। কৃষ্ণনগর স্টেশনে ট্রেনটি ১২:০৭ মিনিটে পৌঁছবে। বেলা ১:৩০ মিনিটে কৃষ্ণনগর স্টেশন থেকে ট্রেনটি ছাড়বে। দুপুর ৩:৪০ মিনিট নাগাদ ট্রেনটি শিয়ালদহ পৌঁছবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 05, 2025 1:51 PM IST