Air Condition Local Train: জোড়া এসি লোকাল শিয়ালদহ থেকে বনগাঁ-কৃষ্ণনগরে, টিকিট কাটার লম্বা লাইন! দেখুন

Last Updated:

Air Condition Local Train: জোড়া এসি লোকাল চালু হল। টিকিট কাটতে লম্বা লাইন শিয়ালদহ স্টেশনে। জোড়া এসি লোকাল ট্রেন। শিয়ালদহ থেকে বনগাঁ ও কৃষ্ণনগর শাখায় এই জোড়া এসি লোকাল চলবে।

এসি লোকাল
এসি লোকাল
কলকাতা: জোড়া এসি লোকাল চালু হল। টিকিট কাটতে লম্বা লাইন শিয়ালদহ স্টেশনে। জোড়া এসি লোকাল ট্রেন। শিয়ালদহ থেকে বনগাঁ ও কৃষ্ণনগর শাখায় এই জোড়া এসি লোকাল চলবে।
আগে শিয়ালদহ-রানাঘাট শাখায় প্রথম এসি লোকাল ট্রেন চালানো শুরু করে পূর্ব রেল। যাত্রীদের উৎসাহের কারণেই আজ থেকে আরও দুটি এসি লোকাল চালু হল।
আরও পড়ুন: মানুষ চাইলে সব পারে, প্রমাণ দিলেন সঞ্চয় স্যার! একসময়ের ‘হাসির পাত্র’ আজ কলেজের সহকারী অধ্যাপক
রানাঘাট স্টেশন থেকে সকাল ৭:১১ মিনিটে এই ট্রেন ছাড়ে। বনগাঁ স্টেশনে ট্রেনটি পৌঁছনোর সময় সকাল ৮:৫২ মিনিটে। বনগাঁ জংশন থেকে সকাল ৯:৩৭ মিনিটে শিয়ালদহ স্টেশন পৌঁছয়। সন্ধ্যা ৬:১৪ মিনিটে ওই ট্রেন শিয়ালদহ থেকে বনগাঁর ট্রেন ছাড়বে। রাত ৮:০৪মিনিটে ওই ট্রেন বনগাঁ স্টেশনে পৌঁছবে। সেখান থেকে রানাঘাট স্টেশনে ওই ট্রেন পৌঁছবে রাত ৮:৪১ মিনিটে।
advertisement
advertisement

 

View this post on Instagram

 

A post shared by News18 Bangla (@news18bangla)

advertisement
আরও পড়ুন: দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় যাদবপুর, NIRF র‍্যাঙ্কিংয়ে বাংলার আর কোন কোন শিক্ষাপ্রতিষ্ঠান?
শিয়ালদহ-কৃষ্ণনগর শাখায় এসি লোকাল সকাল ৯:৪৮ মিনিটে শিয়ালদহ স্টেশন থেকে ছাড়বে। কৃষ্ণনগর স্টেশনে ট্রেনটি ১২:০৭ মিনিটে পৌঁছবে। বেলা ১:৩০ মিনিটে কৃষ্ণনগর স্টেশন থেকে ট্রেনটি ছাড়বে। দুপুর ৩:৪০ মিনিট নাগাদ ট্রেনটি শিয়ালদহ পৌঁছবে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Air Condition Local Train: জোড়া এসি লোকাল শিয়ালদহ থেকে বনগাঁ-কৃষ্ণনগরে, টিকিট কাটার লম্বা লাইন! দেখুন
Next Article
advertisement
Durga Puja 2025: দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
  • দূর্গাপুজো উপলক্ষে যাত্রীদের ব্যাপক ভিড়ের ঠিক আগে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা আরও শক্তিশালী করার লক্ষ্যে শিয়ালদহ বিভাগ এই বিশেষ ‘ওয়ার রুম’-এর প্রাথমিক ধাপ সফলভাবে চালু করেছে। এই পদক্ষেপ শিয়ালদহ বিভাগের দৃঢ় প্রতিশ্রুতি প্রকাশ করছে যাতে উৎসবের সময় প্রতিটি যাত্রীর যাত্রা হয় সুরক্ষিত ও নির্বিঘ্ন।

VIEW MORE
advertisement
advertisement