#কলকাতা: শহরের বিদেশি পাইলটের রহস্যমৃত্যু। গতকাল রাতে বিমানবন্দরেই অসুস্থ হয়ে মারা গেলেন এয়ার এশিয়ার সিনিয়র পাইলট মাহির শাহি। সিরিয়া থেকে দিল্লি হয়ে দিন তিনেক আগে কলকাতায় এসেছিলেন সিরিয়ার বাসিন্দা মাহির। শহরে এসে ছুটির আবেদনও করেছিলেন বছর ষাটের এই পাইলট। শহরে এসে উঠেছিলেন বিমানবন্দর লাগোয়া তাঁর চেনা হোটেলেই। কিন্তু এই শহর থেকে ফিরছে তাঁর কফিনবন্দি দেহ। কলকাতায় এসে এয়ার এশিয়ার কাছে ছুটির আবেদন করলেও খারিজ হয়ে গিয়েছিল সেই আবেদন৷
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত একটা নাগাদ হোটেল থেকে বেরিয়ে বিমানবন্দরে গিয়েছিলেন তিনি। সেখানে অফিসের কাজও করেন। এরপর বিমানবন্দরের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন এই সিরিয়ান। বিমানবন্দরে প্রাথমিক চিকিৎকার পর তাঁকে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসাপাতালে প্রায় চার ঘণ্টা পর তাঁর মৃত্যু হয়। হাসপাতাল থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাগুইআটি থানার পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Air Asia, Dum Dum Airport, Mystry Death