AIIMS: সুপ্রিম কোর্টের নির্দেশের পর বড় সিদ্ধান্ত AIIMS-এর! আন্দোলনকারীদের কাছে 'মানবিক' আবেদন
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:Maitreyee Bhattacharjee
Last Updated:
AIIMS: মঙ্গলবার এইমস কর্তৃপক্ষ একটি তথ্য প্রকাশ করে জানিয়েছিল, রেসিডেন্ট ডক্টরসদের কর্ম বিরতির জেরে হাসপাতালের রোগী ভর্তি কমে গিয়েছে ৫০ শতাংশ।
কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশের পর আন্দোলনকারী চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার আবেদন জানাল দিল্লি এইমস কর্তৃপক্ষ। একই সঙ্গে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে যে কোনও জরুরি প্রয়োজনে গড়ে দেওয়া হল দুটি বিশেষ কমিটি। রোগী পরিষেবা স্বাভাবিক করার স্বার্থে চিকিৎসকদের কাছে এই আবেদন জানিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার এইমস কর্তৃপক্ষ একটি তথ্য প্রকাশ করে জানিয়েছিল, রেসিডেন্ট ডক্টরসদের কর্ম বিরতির জেরে হাসপাতালের রোগী ভর্তি কমে গিয়েছে ৫০ শতাংশ। বহির্বিভাগে রোগীর সংখ্যা কমেছে ৬৫ শতাংশ। অস্ত্রোপচার কমেছে ৮৫ শতাংশ। বিভিন্ন ধরনের রেডিওলজিক্যাল পরীক্ষা নিরীক্ষা কমেছে ৭৫ শতাংশ। ল্যাবরেটরি সার্ভিসেস কমেছে ২০ শতাংশ। এছাড়াও বিঘ্নিত হয়েছে আইসিইউ এবং ইমারজেন্সি সার্ভিস ছাড়া বাকি সব বিভাগের রোগী পরিষেবা।
advertisement
আরও পড়ুন: আরজি করে সিআইএসএফ-এর ডিজি! নিরাপত্তা নিয়ে পুলিশের সঙ্গে আলোচনা, কবে থেকে হাসপাতালে আধা সেনা?
advertisement
অন্যদিকে, গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশ এবং চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার আবেদনের প্রেক্ষিতে বুধবার দুপুর দুটোয় জরুরি বৈঠকে বসছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। দেশের সমস্ত রাজ্যের আইএমএ পদাধিকারীদের সঙ্গে বৈঠকে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক করা নিয়ে আলোচনা হবে বলে সূত্রের খবর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 21, 2024 1:29 PM IST