RG Case doctor's protest: ‘বিচারের পথে যারা বাধা, তারা থাকলে কী ভাবে কাজে ফিরব?’ প্রশ্ন আন্দোলনকারী চিকিৎসকদের
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:Sanhyik Ghosh
Last Updated:
RG Kar case Doctors protest: আরজি কর নিয়ে টানা আন্দোলন করছেন চিকিৎসকরা। রবিবার আরজি কাণ্ডের নিয়ে সাংবাদিক বৈঠক করেন আন্দোলনকারী চিকিৎসকরা।
কলকাতা: আরজি কর নিয়ে টানা আন্দোলন করছেন চিকিৎসকরা। রবিবার আরজি কাণ্ডের নিয়ে সাংবাদিক বৈঠক করেন আন্দোলনকারী চিকিৎসকরা।
সিবিআই তদন্ত নিয়ে সাংবাদিক বৈঠকে চিকিৎসকরা বলেন, “তদন্তের কোনও অগ্রগতির কথা আমরা জানতে পারছি না। সিবিআইয়ের কাছে আমরা গিয়েছিলাম। ওনারা বলেছেন ওনারা যেহেতু সুপ্রিম কোর্টকে জানাবেন তাই মিডিয়া এবং ডাক্তারদের কাছে জানাতে অপারগ”।
advertisement
শুধু তাই নয়, বিচার চাওয়ার পথে কিছু বাধার কথাও উল্লেখ করেন আন্দোলনকারী ছাত্রছাত্রীরা। পুলিশের ভূমিকা নিয়ে তাদের বক্তব্য, “এই হামলার পর পুলিশের ভূমিকা বেদনাদায়ক। কলকাতা পুলিশ বিচার যাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে”।
advertisement
সেই সঙ্গে আন্দোলনকারী চিকিৎসকদের দাবি, কয়েক বছর ধরে আর জি করে ভয়ের রাজনীতি চলেছে। সেই পরিস্থিতি থেকে তাঁরা বেরোতে চান। স্বাস্থ্য ভবন থেকে পরিস্থিতি সামাল দিতে গোপনে বৈঠকের প্রস্তাবও দেওয়া হয়েছিল এমনই দাবি চিকিৎসকদের। সেই দাবি তাঁরা প্রত্যাখ্যান করেছেন বলেও এদিন সাংবাদিক বৈঠকে জানানো হয়, পরিবর্তে সকলের সামনে বসে আলোচনার দাবি তোলেন তাঁরা। এই নিয়ে সোমবার মেডিক্যাল কলেজে বিকেল সাড়ে চারটেয় জমায়েত করে জনগণের সামনে নিজেদের দাবি তুলে ধরবেন আন্দোলনকারী চিকিৎসকরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
August 25, 2024 3:31 PM IST