RG Case doctor's protest: ‘বিচারের পথে যারা বাধা, তারা থাকলে কী ভাবে কাজে ফিরব?’ প্রশ্ন আন্দোলনকারী চিকিৎসকদের

Last Updated:

RG Kar case Doctors protest: আরজি কর নিয়ে টানা আন্দোলন করছেন চিকিৎসকরা। রবিবার আরজি কাণ্ডের নিয়ে সাংবাদিক বৈঠক করেন আন্দোলনকারী চিকিৎসকরা।

কী দাবি আন্দোলনকারীদের?
কী দাবি আন্দোলনকারীদের?
কলকাতা: আরজি কর নিয়ে টানা আন্দোলন করছেন চিকিৎসকরা। রবিবার আরজি কাণ্ডের নিয়ে সাংবাদিক বৈঠক করেন আন্দোলনকারী চিকিৎসকরা।
সিবিআই তদন্ত নিয়ে সাংবাদিক বৈঠকে চিকিৎসকরা বলেন, “তদন্তের কোনও অগ্রগতির কথা আমরা জানতে পারছি না। সিবিআইয়ের কাছে আমরা গিয়েছিলাম। ওনারা বলেছেন ওনারা যেহেতু সুপ্রিম কোর্টকে জানাবেন তাই মিডিয়া এবং ডাক্তারদের কাছে জানাতে অপারগ”।
advertisement
শুধু তাই নয়, বিচার চাওয়ার পথে কিছু বাধার কথাও উল্লেখ করেন আন্দোলনকারী ছাত্রছাত্রীরা। পুলিশের ভূমিকা নিয়ে তাদের বক্তব্য, “এই হামলার পর পুলিশের ভূমিকা বেদনাদায়ক। কলকাতা পুলিশ বিচার যাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে”।
advertisement
সেই সঙ্গে আন্দোলনকারী চিকিৎসকদের দাবি, কয়েক বছর ধরে আর জি করে ভয়ের রাজনীতি চলেছে। সেই পরিস্থিতি থেকে তাঁরা বেরোতে চান। স্বাস্থ্য ভবন থেকে পরিস্থিতি সামাল দিতে গোপনে বৈঠকের প্রস্তাবও দেওয়া হয়েছিল এমনই দাবি চিকিৎসকদের। সেই দাবি তাঁরা প্রত্যাখ্যান করেছেন বলেও এদিন সাংবাদিক বৈঠকে জানানো হয়, পরিবর্তে সকলের সামনে বসে আলোচনার দাবি তোলেন তাঁরা। এই নিয়ে সোমবার মেডিক্যাল কলেজে বিকেল সাড়ে চারটেয় জমায়েত করে জনগণের সামনে নিজেদের দাবি তুলে ধরবেন আন্দোলনকারী চিকিৎসকরা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
RG Case doctor's protest: ‘বিচারের পথে যারা বাধা, তারা থাকলে কী ভাবে কাজে ফিরব?’ প্রশ্ন আন্দোলনকারী চিকিৎসকদের
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement