শূন্যপদ ছাড়াই গ্রুপ ডি নিয়োগ! সংখ্যাটা কত? যা রিপোর্ট দিল সিবিআই...
- Published by:Rachana Majumder
- Written by:ARNAB HAZRA
Last Updated:
শূন্যপদ ছাড়াই গ্রুপ ডি নিয়োগ হয়েছে ১২৭১ জনের৷
#কলকাতা: ফের সিবিআই রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। শূন্যপদ ছাড়াই গ্রুপ ডি নিয়োগ হয়েছে ১২৭১ জনের৷ এবার এতগুলি চাকরির ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে সংশয়।
সূত্রের খবর, SSC ঘোষিত শূন্যপদ ছিল ৩২১৬টি। ৪৪৮৭ জনকে গ্রুপ ডি চাকরির সুপারিশ করে এসএসসি। এর মধ্য ৩৮৮০ জনের চাকরির সুপারিশ প্যানেলের মেয়াদের সময়কালে, ৬০৭ জনের নিয়োগ প্যানেলের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর। এখন প্রশ্ন, শূন্যপদের বাইরে ১২৭১ চাকরি কীভাবে হল৷ অতিরিক্ত শূন্যপদ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাজ্যের ক্যাবিনেটের। সেই সিদ্ধান্ত ছাড়া কীভাবে ১২৭১ পদে নিয়োগ। অতিরিক্ত শূন্যপদ (সুপার নিউমারি) এসএসসি চাকরি ক্ষেত্রে প্রযোজ্য কি না তাই বিচারাধীন হাইকোর্টে। কর্মশিক্ষা ও শারীরশিক্ষার অতিরিক্ত শূন্যপদে নিয়োগে স্থগিতাদেশ রয়েছে হাইকোর্টের।
advertisement
এসএসসি নিয়োগ নিয়ে জট যেন আর থামছেই না৷ দুই দিন আগেই কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো গ্রুপ ডির ১,৬৯৪ জন চাকরিপ্রার্থীর তালিকা প্রকাশ করল স্কুল শিক্ষা দফতর। মূলত এই ১,৬৯৪ জন চাকরিপ্রার্থী বেআইনি ভাবে চাকরি করছেন, এমনটাই অভিযোগ আনা হয়েছিল হাইকোর্টের কাছে। সিবিআই এর তদন্ত রিপোর্টে তেমনটাই তদন্ত উঠে আসে। তারপরেই হাইকোর্টের নির্দেশ দেয় এই ১,৬৯৪ জন চাকরি প্রার্থীর তালিকা প্রকাশ করতে বলা হয়।
advertisement
advertisement
স্কুল শিক্ষা দফতর সেই নির্দেশ মেনে তালিকা প্রকাশ করেছে। কোন স্কুলে এবং জেলায় কে চাকরি করেন, বিস্তারিত তালিকা প্রকাশ করেছে স্কুল শিক্ষা দফতর। প্রসঙ্গত, রাজ্যে বিশ কিছু নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে উঠেছে দুর্নীতির অভিযোগ। সেই মামলাগুলি চলছে কলকাতা হাইকোর্টে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 28, 2022 4:39 PM IST