আজও ফের কমল পেট্রোল ডিজেলের দাম, কিছুটা হলেও স্বস্তিতে সাধারণ মানুষ
Last Updated:
শনিবার ফের কমল পেট্রোল ডিজেলের দাম ৷ শুক্রবার অবধি কলকাতায় পেট্রোলের দাম ছিল ৮০.০৭ টাকা প্রতি লিটারে ৷ ডিজেলের দাম ছিল ৭১.১৩ টাকা ৷
#কলকাতা : শনিবার ফের কমল পেট্রোল ডিজেলের দাম ৷ শুক্রবার অবধি কলকাতায় পেট্রোলের দাম ছিল ৮০.০৭ টাকা প্রতি লিটারে ৷ ডিজেলের দাম ছিল ৭১.১৩ টাকা ৷ কিন্তু শনিবার ৮০.০৭ টাকা থেকে লিটার প্রতি পেট্রোলের দাম কমে দাঁড়াল ৭৯.৬৮ টাকা ৷ অন্যদিকে, ৭১.১৩ টাকা থেকে লিটার প্রতি ডিজেলের দাম কমে দাঁড়াল ৭১.১৩ টাকা ৷
কর্ণাটক নির্বাচনের পর ২ সপ্তাহেরও বেশি সময় ধরে পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধি সাধারণ মানুষকে এক জাঁতাকলের মধ্যে ফেলে দিয়েছিল ৷ পেট্রোপণ্যের মূল্য সামান্যতম হ্রাসের ফলে কিছুটা হলেও নিশ্চিন্তে সাধারণ মানুষ ৷ আজ নিয়ে ১১-তম দিনেও কমল পেট্রোল-ডিজেলের দাম ৷
তারই মাঝে পেট্রোল-ডিজেলের পাশাপাশি দাম বেড়েছে রান্নার গ্যাসের সিলিন্ডারেরও। এর জেরে মাথায় হাত মধ্যবিত্তের ৷ তেলের দাম কমলেও তা এত সামান্য মাত্রায় যে তাতে লাভ হয়েছে খুব সামান্যই ৷ এর জেরে ক্ষুব্ধ সাধারণ মানুষ ৷
advertisement
advertisement
কলকাতা ছাড়াও অন্যান্য মেট্রো সিটিতেও বেশ কিছুটা কমেছে পেট্রোল ডিজেলের দাম ৷ দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম ৭৭.০২, ডিজেলের দাম ৭৭.৪২ ৷ মুম্বইয়ে লিটার প্রতি পেট্রোলের দাম ৮৪.৮৪ টাকা এবং ডিজেলের দাম ৮৫.২৪ টাকা ৷ চেন্নাইয়ে লিটার প্রতি পেট্রোলের দাম ৭৯.৯৫ টাকা, ডিজেলের দাম ৮০.৩৭ টাকা ৷ বেঙ্গালুরুতে লিটার প্রতি পেট্রোলের দাম ৭৮.২৭ টাকা, ডিজেলের দাম ৭৮.৬৮ টাকা ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 09, 2018 10:53 AM IST