#কলকাতা: ফের কাঠগড়ায় অ্যাপোলো হাসপাতাল। রোগী মৃত্যুতে গাফিলতির অভিযোগ। দেড় ঘণ্টা ধরে অ্যাম্বুলেন্সেই পড়ে রইল রোগী ৷ হাসপাতালের বিরুদ্ধে ভর্তি না নেওয়ার অভিযোগ ৷ এরপরই মৃত্যু হয় রোগীর ৷ ঘটনার পরই হাসপাতালে উত্তেজনা ছড়ায়।
শ্বাসকষ্ট নিয়ে আজ হাসপাতালে ভর্তি হতে আসেন অলোক দাস নামে এক ব্যক্তি। পরিবারের অভিযোগ, এমার্জেন্সিতে বেড নেই বলে ভর্তি নেওয়া হয়নি। দেড়ঘণ্টা ধরে অ্যাম্বুল্যান্সেই পড়ে থাকেন কসবার বাসিন্দা। তারপরই মৃত্যু হয় ৫৪ বছরের প্রৌঢ়ের। কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন রোগীর আত্মীয়রা ৷ ফুলবাগান থানায় দায়ের অভিযোগ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।