Dengue Death: ফের ডেঙ্গির বলি স্কুলছাত্রী, বারবার দমদম কেন? শহরজুড়ে বাড়ছে আতঙ্ক
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
এই নিয়ে দক্ষিণ দমদম পুরসভা এলাকায় মৃত্যুর সংখ্যা ৫।
কলকাতা: ফের শহরে ডেঙ্গির বলি। আবারও শিরোনামে দমদম। দক্ষিণ দমদম পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মতিঝিল গার্লস স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু হয় বুধবার। সংযুক্তা পাল নামের ওই পড়ুয়া গতকাল থেকে ভিআইপি রোডের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিল। আজ তার মৃত্যু হয়েছে। এই নিয়ে দক্ষিণ দমদম পুরসভা এলাকায় মৃত্যুর সংখ্যা ৫। দমদমে যেভাবে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ছেন।
সম্প্রতি দক্ষিণ দমদম পুর এলাকার বাসিন্দা ১৬ বছরের কিশোরীর ডেঙ্গিতে মৃত্যু হয়েছে। কিশোরীর নাম মধু সিং। বেলেঘাটা আইডি হাসপাতালে তার মৃত্যু হয়। সূত্রের খবর, দিনকয়েক ধরে জ্বরে আক্রান্ত ছিল সে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।
advertisement
শহরজুড়ে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। কয়েকদিন আগেই লালবাজারকে ডেঙ্গি দমন নিয়ে সতর্ক করে নোটিস পাঠিয়েছিল কলকাতা পুরসভা। সেনাকে মশা দমনের প্রশিক্ষণ দেবে বলে জানিয়েছে কলকাতা পুরসভার মশা দমন বিভাগ। ডেঙ্গি প্রতিরোধে ইতিমধ্যেই নানা পদক্ষেপ করেছে প্রশাসন। এলাকায় নজরদারি চালানো হচ্ছে। গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্রগুলিকে সতর্ক করা হয়েছে। বাড়ি বাড়ি পরিদর্শন ও এলাকায় মশা নিয়্ন্ত্রণের জন্য আলাদা দল তৈরি হয়েছে। নিয়মিত এলাকা পরিদর্শন করছেন স্বাস্থ্যকর্মীরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 20, 2023 4:22 PM IST