হাড় কাঁপানো ঠাণ্ডার পথ ফের রুখে দাঁড়াল পশ্চিমী ঝঞ্ঝা
Last Updated:
মাঘের শুরুতেই হাড় কাঁপানো ঠাণ্ডার পূর্বাভাস ছিল, শৈত্যপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছিল।
#কলকাতা: মাঘের শুরুতেই হাড় কাঁপানো ঠাণ্ডার পূর্বাভাস ছিল, শৈত্যপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছিল। কিন্তু চব্বিশ ঘণ্টার মধ্যেই ঘুরে গেল সেই পরিস্থিতি। সোমবারই সামান্য বাড়ল তাপমাত্রা।
মঙ্গলবারও তাপমাত্রা আরও কিছুটা বাড়বে ৷ আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রির আশেপাশে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। জম্মু কাশ্মীরে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এবং রাজস্থানে তৈরি হওয়া নতুন ঘূর্ণাবর্তের জন্যই উত্তুরে হাওয়া কম ঢুকছে রাজ্যে। যার জেরেই শীত কমার সম্ভাবনা রয়েছে।
তবে আবহবিদদের আশ্বাস, এখনই শীত চলে যাচ্ছে বলে হতাশ হওয়ারও কোনও কারণ নেই, কারণ পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেলেই ফের শীতের দাপট বাড়বে।
advertisement
advertisement
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫ ডিগ্রি। এদিন কোচবিহার জেলার তাপমাত্রা ছিল ৫.৭ ডিগ্রি, জলপাইগুড়ি ৬.৭ ডিগ্রি, বীরভূম ৭ ডিগ্রি, কৃষ্ণনগর ১০.২ ডিগ্রি, দিঘা ৯.৪ ডিগ্রি, বাঁকুড়া ৮.৫ ডিগ্রি, আসানসোল ৭.৬ ডিগ্রি এবং বর্ধমানে তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 16, 2017 7:37 PM IST