Derek O' Brien: মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই রাজ্যপালকে ট্যুইটার অ্যাকাউন্ট থেকে ব্লক করে দিলেন ডেরেক ও’ব্রায়েন
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Derek O' Brien: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই রাজ্যপালকে ট্যুইটার অ্যাকাউন্ট থেকে ব্লক করে দিলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন তবে দলের আরও কারা কারা দলনেত্রীর পদাঙ্ক অনুসরণ করবেন সেদিকেই চোখ রাজ্যবাসীর৷
#কলকাতা: দলনেত্রীর পর দলের সাংসদ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পরেই রাজ্যপালকে (Governor) ট্যুইটার (Twitter) অ্যাকাউন্ট থেকে ব্লক (Block) করে দিলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O' Brien)। তবে দলের আরও কারা কারা দলনেত্রীর পদাঙ্ক অনুসরণ করবেন সেদিকেই চোখ রাজ্যবাসীর৷
রাজ্য-রাজ্যপাল সংঘাত নতুন কিছু নয়৷ বিভিন্ন বার ট্যুইটে রাজ্য সরকারের কথার বিরোধিতা করেছেন ধনখড় (Jagdeep Dhankhar৷ তৃণমূলের দাবি, প্রতিবারই তিনি পক্ষপাতমূলক আচরণ করেছেন, উত্তর দেননি সরকারের প্রশ্নের৷ সোমবার ট্যুইটারে রাজ্যপাল জগদীপ ধনখড়কে ব্লক বা আনফলো করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee blocks Jagdeep Dhankhar on Twitter)৷ নবান্নে নিজেই এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ অভিযোগ, রাজ্যপাল যেভাবে প্রতিদিন ট্যুইট করে সরকারি আধিকারিকদের নির্দেশ দিচ্ছিলেন, তা মেনে নিতে না পেরেই রাজ্যপালকে (Governer) ট্যুইটারে ব্লক করতে বাধ্য হয়েছেন তিনি৷
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী (CM) বলেন, 'প্রতিদিন ট্যুইটারে এমন অসাংবিধানিক, অনৈতিক কথা বলতেন মনে হত আমরা চাকর বাকর, বন্ডেড লেবার৷ পরামর্শ নয়, উনি যেন আমাদের নির্দেশ দিতেন৷ অথচ আমরা মানুষের দ্বারা নির্বাচিত সরকার৷ আর উনি মনোনীত হয়েওসবার মাথার উপরে সুপার পাহারাদার হয়ে গেছেন৷'
advertisement
পাশাপাশি তিনি এও বলেন, রাজ্যপাল হাওড়া- বালি বিল সহ একাধিক বিল আটকে রেখেছেন৷ নিজে রাজভবনে গিয়ে বিভিন্ন বিল সম্পর্কে রাজ্যপালের সঙ্গে কথা বলে এসেছিলেন৷ বিনা কারণে বারবার রাজ্যের বিরোধিতা করছেন তিনি৷ একাধিকবার রাজ্যপালের বিরোধিতা করেছেন ডেরেকও (Derek O' Brien)৷ শুধু মমতা বা ডেরেক নন৷ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের অপসারণের আর্জি জানান। মুখ্যমন্ত্রীও জানিয়েছেন তিনি রাজ্যপালের অপসারণ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন৷
advertisement
বাজেট অধিবেশনে সময় সংসদের উভয় কক্ষে এবং বিধানসভাতেও রাজ্যপালের অপসারণে সোচ্চার হবে বলে জানিয়েছে তৃণমূল৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 31, 2022 10:51 PM IST