Old Man from Agarpara died electrocuted| খড়দহ-দমদমের পরে এবার আগরপাড়া, জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে বাড়ির সামনেই মৃত্যু বৃদ্ধের

Last Updated:

Old Man from Agarpara died electrocuted| খড়দহ থানার পুলিশ ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে বলরাম হাসপাতালে নিয়ে যান।

বাড়ির সামনে এই জলে পা রাখতেই মৃত্যু হয় বৃদ্ধের।
বাড়ির সামনে এই জলে পা রাখতেই মৃত্যু হয় বৃদ্ধের।
#আগরপাড়া: ফের অঘটন! জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে আরও এক ব্যক্তির মৃত্যু হল। মৃত প্রৌঢ়ের  নাম দীপক চৌধুরী (Old Man from Agarpara died electrocuted)। বয়স আনুমানিক ৬৫।  ঘটনাটি ঘটেছে আগরপাড়া তারাপুকুর অঞ্চলে। খড়দহ থানার পুলিশ ওই ব্যক্তির  মৃতদেহ উদ্ধার করে বলরাম হাসপাতালে নিয়ে যান।
বুধবার রাত  সাড়ে দশটা  নাগাদ বাড়ির বাইরে আসেন দীপকবাবু। তিনি বুঝে উঠতে পারেননি গেটের সামনে জমা জলের মধ্যে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে রয়েছে। সেই তারে পা লাগতেই তড়িদাহত হন তিনি। সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় তাঁর।
উল্লেখ্য গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জল জমে রয়েছে কলকাতা এবং শহরতলির আনাচকানাচে। সেই জমা জলের বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। মঙ্গলবারই খড়দহের পাতুলিয়া অঞ্চলে বাড়িতে জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে ছিলেন বাবা-মা ও সন্তান।
advertisement
advertisement
আবার বুধবারেও মর্মান্তিক ঘটনা ঘটে দমদমে। দক্ষিণ দমদম এর নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্রেয়া বণিক এবং অনুষ্কার নন্দী রাস্তায় বেরিয়ে খেলাচ্ছলেই  ল্যাম্পপোস্ট ছুঁয়েছিল কিছুক্ষণের মধ্যেই ষষ্ঠশ্রেণির দুই পড়ুয়ার মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। একই সঙ্গে ক্ষোভ উগরে দেয় এলাকার বহু সাধারণ মানুষ। সিএসসি এই ঘটনার দায় নিতে চায়নি। তাদের বক্তব্য় রাস্তার পোস্টে বিদ্যুৎ সংযোগের দায়িত্বে থাকে পুরসভা। কিন্তু এই দড়িটানাটানি মধ্যে যে সাধারণ মানুষের প্রাণ বিপন্ন তা অস্বীকার করছেন না কেউই।
advertisement
জমা জলে বিপদ এড়াতে কী কী সাবধানতা নেবো-
গত কয়েক দিনের ঘটনা চোখ খুলে দিয়েছে। এখনই বিদ্যুতের বিষয়ে সাবধান হতে হবে। আবাসনে বা বাড়িতে, যেখানে ফিডার বক্স থাকে সেখানে জল জমলে দ্রুত বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে খবর দিতে হবে।
জলের পাম্প যেখানে থাকে সেখানে জল থাকলেও সর্তকতা নিতে হবে। কোনও ভাবেই জল না নামলে পাম্পের সুইচ দেওয়া চলবে না।
advertisement
ঘরের জল জমে আছে এই অবস্থায় বিদ্যুতের তারে হাত দেবেন না।
ঘরের জল জমা থাকলে তার মধ্যে দাঁড়িয়ে মোবাইল চার্জ ও দেবেন না।
যতক্ষণ বাড়িতে জল জমে থাকবে, সবথেকে ভালো হয় যদি বাড়ি বিদ্যুৎহীন রাখা যায়।
আপৎকালীন পরিস্থিতিতে সাহায্য প্রয়োজন হলেই বিদ্যুৎ বিল থেকে নম্বর নিয়ে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থায় খবর দিন।
advertisement
Reporter -Arun Ghosh
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Old Man from Agarpara died electrocuted| খড়দহ-দমদমের পরে এবার আগরপাড়া, জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে বাড়ির সামনেই মৃত্যু বৃদ্ধের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement