Bangla News: পরিযায়ী শ্রমিক বোঝাই বাস নয়ানজুলিতে! মর্মান্তিক দুর্ঘটনা রায়গঞ্জে, নিহত ৬ শ্রমিক, আহত বহু...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Bangla News: নয়ানজুলিতে উল্টে গেল বাস। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে (Raiganj News) নয়নজুলিতে পড়ে যায় বাসটি।
জানা গেছে, ঝাড়খণ্ড থেকে লক্ষ্মৌগামী পরিযায়ী শ্রমিক (Migrated Labour) বোঝাই বেসরকারি বাস নিয়ন্ত্রন(Bangla News) হারিয়ে ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে নয়নজলিতে উল্টে যায়। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার রূপাহারে ৩৪ নম্বর জাতীয় সড়কে। চালক, খালাসি পলাতক। এখনও পর্যন্ত তাঁদের খোঁজ পাওয়া যায়নি।
advertisement
advertisement
মর্মান্তিক এই দুর্ঘটনার পরেই স্থানীয়দের খবরে ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় রায়গঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী ও রায়গঞ্জ (Raiganj News) দমকল বাহিনী। নয়নজুলিতে পড়ে থাকা বাসে আটকে পরা পরিযায়ী শ্রমিকদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা এবং দমকল বাহিনীর কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছায় জেলা বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরাও। জেলা পুলিশ সুপার সহ জেলা প্রশাসনের কর্তারা ঘটনাস্থলে পৌঁছন।
advertisement

বেশ কয়েকজন যাত্রীকে অখ্যত অবস্থায় উদ্ধার করা গিয়েছে বলে জানিয়েছে প্রশাসনিক সূত্র। গুরুতর জখম দুই জন এবং মৃত একজনকে উদ্ধার করে রায়গঞ্জ (Raiganj News) মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।বেশ কিছু যাত্রী বাসের তলায় চাপা পড়ে যায়। আটকে থাকা যাত্রীদের উদ্ধার করতে দুটি ক্রেন এবং একটি হাইড্রোলিক ক্রেন এনে গাড়িটিকে জল থেকে উপড়ে তোলা হয়(Bangla News)। গাড়িতেই চাপা পড়ে মৃত্যু হয় পাচজনের। তাদের উদ্ধার করে রায়গঞ্জ গভঃ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
advertisement
এদিকে গাড়ির চালক ও খালাসি পলাতক (Bangla News) । বাসের যাত্রীরা জানিয়েছেন, চালক মদ্যপান করে গাড়ি চালানোয় এই দুর্ঘটনা ঘটেছে। রায়গঞ্জ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ভয়াবহ এই দুর্ঘটনায় উদ্ধারকাজ এখনও চলছে। আরও কতজনের প্রাণ গিয়েছে তা নিয়ে এখনও সঠিক কিছু বোঝা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। তবে আহত ও নিহতদের অধিকাংশের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 23, 2021 10:42 AM IST