Rajvaban: যাদবপুর-কাণ্ডের জের? স্বপ্নদীপের মৃত্যুর পরে রাজভবনে চালু হবে র‍্যাগিং সেল

Last Updated:

পিসরুম, অ্যান্টি কোরাপশন সেলের পর রাজভবনে এবার র‍্যাগিং সেল।

রাজ্যপাল সিভি আনন্দ বোস
রাজ্যপাল সিভি আনন্দ বোস
কলকাতা: পিসরুম, অ্যান্টি কোরাপশন সেলের পর রাজভবনে এবার র‍্যাগিং সেল। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা প্রাক্তন বিচারপতিকে মাথায় রেখে এই রাগিং সেল চালু করতে চলেছে রাজভবন। আজ এই বিষয় নিয়ে রাজ্যপাল বৈঠক করেছেন বলেও রাজভবন সূত্রে খবর। মূলত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়াদের ভর্তির আগে র‍্যাগিং সেল কী করে কার্যকরী করা যায় তা নিয়ে মতামত চাইতেই এই সেল তৈরি করছে রাজভবন।  এর জন্য মূলত রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কথা মাথায় রেখেই কয়েকজন সদস্যকে রাখা হচ্ছে এই সেলের জন্য। তাঁরাই পরামর্শ দেবেন রাজ্যপাল।
বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলের তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে মৃত্যু হয় স্বপ্নদীপ কুণ্ডু নামে প্রথম বর্ষের এক ছাত্রের।  কেউ বলছেন কার্নিশ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে পড়ুয়া, কেউ বলছেন মাত্রাতিরিক্ত র‍্যাগিংয়ের ফলেই এই কাণ্ড ঘটিয়েছেন। তবে বুধবার রাতে এমন কিছু অস্বাভাবিক যে ঘটেছিল, তা একবাক্যে মেনে নিচ্ছেন সকলে। ঘটনার পরে রাজ্যপালকে নিশানা করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। স্বপ্নদীপের মৃত্য়ু থেকেই কি রাজভবনে এই সেলের ভাবনা? প্রশ্ন উঠছে।
advertisement
অন্যদিকে যাদবপুরের ঘটনায় খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করল যাদবপুর থানার পুলিশ। খুন (৩০২) ও একত্রিত হয়ে ষড়যন্ত্রের মামলা (৩৪) রুজু করেছেন স্বপ্নদীপের বাবা রামপ্রসাদ কুন্ডু। তাঁর অভিযোগ, হস্টেলের আবাসিকদের একাংশ তাঁর ছেলের মৃত্যুর জন্য দায়ী। উল্লেখ্য, গতকাল রাতেই যাদবপুর থানার পুলিশ এবং লালবাজারের হোমিসাইড বিভাগের  আধিকারিকরা স্বপ্নদ্বীপের বাড়িতে যান।
advertisement
advertisement
স্বপ্নদীপের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা যাচ্ছে, নির্দিষ্ট উচ্চতা থেকে পড়ে যাওয়ার কারণেই মৃত্যু হয়েছে তাঁর। ময়নাতদন্তে মদ্যপানের কোনও প্রমাণ তাঁর শরীরে মেলেনি। মাথার বাঁ দিকের হাড়ে চিড় ছিল । বাঁ দিকের পাঁজরের হাড়ও ভেঙে যায়। ভেঙে গিয়েছিল কোমর। সেই কারণেই অভ্যন্তরীণ আঘাত গুরুতর হয়ে উঠেছিল বলে প্রাথমিক ময়না তদন্তের রিপোর্টে দাবি করা হয়।
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
Rajvaban: যাদবপুর-কাণ্ডের জের? স্বপ্নদীপের মৃত্যুর পরে রাজভবনে চালু হবে র‍্যাগিং সেল
Next Article
advertisement
OPPO India নিয়ে এল F31 5G Series, যেমন টেকসই, তেমনই মসৃণ, শক্তিশালী পারফরম্যান্স ! ফিচার দেখে নিন বিশদে
OPPO India নিয়ে এল F31 5G Series, যেমন টেকসই, তেমনই মসৃণ, শক্তিশালী পারফরম্যান্স !
  • OPPO India নিয়ে এল F31 5G Series

  • যেমন টেকসই, তেমনই মসৃণ

  • ফোনের ফিচার দেখে নিন বিশদে

VIEW MORE
advertisement
advertisement