গড়িয়াহাটের হকারদের জন্য এবার চাকা লাগানো নীল-সাদা স্টল
Last Updated:
#কলকাতা: গড়িয়াহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হকারদের চাকা লাগানো স্টল দেওয়ার ঘোষণা করেছিল পুরসভা। সেইমত সোমবার গড়িয়াহাটে স্টলের নমুনা নিয়ে যাওয়া হয়। স্টলটি দেখে সুবিধা-অসুবিধা বুঝবেন হকাররা। তাঁদের মতামতের ভিত্তিতেই নতুন করে স্টলের বরাত দেবে পুরসভা।
গড়িয়াহাটের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হকাররা পাচ্ছেন চাকা লাগানো স্টল। সোমবার হকারদের নমুনা দেখাল পুরসভা।
১৯ জানুয়ারি। শনিবার। হঠাৎই আগুন লাগে গড়িয়াহাটের একটি দোকানে। ছারখার হয়ে যায় শাড়ির দোকান ও সামনের ফুটপাথে থাকা দোকানগুলি। ৫২ জন ক্ষতিগ্রস্ত হকারকে চাকা লাগানো স্টল দেওয়ার ঘোষণা করেছিল পুরসভা। সোমবার গড়িয়াহাটে চাকা লাগানো স্টলের নমুনা নিয়ে যায় পুরসভা। এই স্টল,
advertisement
advertisement
- উচ্চতায় ৮ ফুট
- আকারে ৪ ফুট বাই ৬ ফুট
- স্টলের তিন দিক আটকানো, একদিক খোলা
- স্টলের নীচে বাক্সে প্রয়োজনীয় জিনিস রাখার ব্যবস্থা আছে
- স্টলের উপরে টিনের শেড আছে, পরে হকার ও ক্রেতাদের সুবিধায় চারকোণা ছাতা লাগানো হবে
- তারের জঞ্জাল রুখতে পাইপলাইনের মাধ্যমে স্টলে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে
advertisement
স্টলের নমুনা দেখে হকাররা খুশি। তবে পুরসভার কাছে স্টল নিয়ে কিছু দাবিও আছে তাঁদের।
নিজেদের মধ্যে আলোচনার পর হকাররা স্টল নিয়ে পুরসভাকে মতামত জানাবেন। তাঁদের সুবিধা অসুবিধা ভেবেই আরও চাকা লাগানো স্টলের অর্ডার দেবে পুরসভা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 29, 2019 8:55 AM IST