এটিএম প্রতারণায় নজরে অনলাইন শপিং সাইট, নিয়ম মেনে কি বিক্রি হত স্কিমার ? তদন্তে গোয়েন্দারা
Last Updated:
আইন মেনে স্কিমার বিক্রি করা হয় তো? খতিয়ে দেখছে লালবাজার।
#কলকাতা: ব্যাঙ্ক এটিএম প্রতারণায় নজরে এবার অনলাইন শপিং সাইট। তাদের থেকেই কি স্কিমার কিনত প্রতারকরা? আইন মেনে স্কিমার বিক্রি করা হয় তো? খতিয়ে দেখছে লালবাজার।
এটিএমে স্কিমার লাগিয়ে লক্ষ লক্ষ টাকার প্রতারণা। কিন্তু, প্রতারকরা এই স্কিমার পেত কীভাবে? তদন্তকারীরা জানতে পেরেছেন, বিভিন্ন অনলাইন শপিং সাইটে এই স্কিমার বিক্রি হয়। কিন্তু, তা কি আইন মেনে হয়? এ নিয়েই এবার খোঁজ নিতে শুরু করেছে কলকাতা পুলিশ।
কানাড়া ব্যাঙ্কের গোলপার্কের এটিএম থেকে যে প্রতারণা হয়েছে, তা ইতিমধ্যেই জানতে পেরেছে পুলিশ। রেহাই পাননি ব্যাঙ্কের কর্মীরা। কানাড়া ব্যাঙ্কের গোলপার্ক শাখারই বারোজন কর্মীর দাবি, তাঁরাও এটিএম জালিয়াতির শিকার। এরকম ভুরিভুরি অভিযোগ জমা পড়েছে। সংখ্যাটা বৃহস্পতিবার বেড়ে ৭৮। সূত্রের খবর, তদন্তে পুলিশ জানতে পেরেছে, শুধু স্কিমার নয়, এটিএমের কিবোর্ডের উপর খুব ছোট একটি ক্যামেরাও লাগাত প্রতারকরা। যাতে পিনটা জানা যায়। এভাবে প্রায় কুড়ি লক্ষ টাকা প্রতারণা হয়েছে বলে অভিযোগ পেয়েছে পুলিশ। যার মধ্যে বেশিরভাগই তোলা হয়েছে দিল্লির এটিএম থেকে। তা হলে কি দিল্লিরই কোনও চক্র জড়িত। পুলিশ মনে করছে, চার-পাঁচজনের দল অপারেশন চালাত। কিন্তু, তারা কারা? এর উত্তর পেতেই ছুটছে ৪ এপ্রিল কানাড়া ব্যাঙ্কের গড়িয়াহাটের এটিএমের সিসিটিভি ফুটেজ। যেখানে দেখা গিয়েছে এক সন্দেহভাজন যুবককে। তার মাথায় ছিল টুপি। আর মুখ ছিল ঢাকা।
advertisement
advertisement
পুলিশের অনুমান, এই যুবক প্রতারণাচক্রে জড়িত। সেই স্কিমার লাগিয়েছিল। কিন্তু, তার মুখ তো ঢাকা! এবার থেকে তাই এটিএম কাউন্টারের মধ্যে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করার জন্য ব্যাঙ্ক কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছে পুলিশ। যাতে মুখ ঢাকা থাকলেও সতর্কবার্তা পাওয়া যায়।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 03, 2018 12:03 PM IST