#কলকাতা: এবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বাংলা টেলি ধারাবাহিকের অভিনেত্রী লাভলি মিত্র। জলনুপুর ধারাবাহিকে অভিনয় করে তিনি টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয়তা পান। এদিন তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন তিনি।
এছাড়া এদিন সঙ্গীতশিল্পী তথা সমাজকর্মী শাওনা খানও তৃণমূলে যোগ দেন। তিনি সম্পর্কে সঙ্গীতশিল্পী রশিদ খানের মেয়ে। এদিন তৃণমূল নেতা তথা অভিনেতা ব্রাত্য বসু ও সোহম চক্রবর্তীর উপস্থিতিতে হাতে পতাকা তুলে নেন শাওনা ও লাভলি।
এদিন ব্রাত্য বসু বলেন, প্রচুর কম বয়সি ছেলেমেয়েরা তৃণমূলে যোগ দিতে চাইছেন। বিশেষ করে জেলায়। বিভিন্ন প্রজন্মের অভিনেতা শিল্পীরাও তৃণমূলের পতাকা তুলে নিচ্ছেন। এর পরেই কৃষক আন্দোলন প্রসঙ্গে আন্তর্জাতিক ব্যক্তিত্ব রিহানা ও গ্রেটা থুনবার্গের প্রসঙ্গে কথা বলেন তিনি।
তিনি জানান, কেন্দ্রীয় সরকারের হয় কয়েকজন অভিনেতা সেলেব্রিটি এই রিহানা ও গ্রেটা থুনবার্গদের টুইটের বিরুদ্ধে টুইট করেছেন। কিন্তু প্রত্যেকের টুইটেই একই ভাষা কেন, এই প্রশ্ন তুলেছেন। এই প্রসঙ্গে গতকাল অভিনেত্রী কঙ্কনা সেনশর্মা প্রশ্ন তুলেছিলেন কোনও ভাবে কি সেলেব্রিটিদের ভয় দেখিয়ে চাপে ফেলে এই কথাগুলি বলিয়ে নেওয়া হচ্ছে। একই প্রশ্ন তোলেন ব্রাত্য।
তিনি জানান, বিজেপির বিরুদ্ধে লড়ার ক্ষমতা রাখেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বাংলার শিল্পীরা একে একে তৃণমূলের পতাকা হাতে তুলে নিচ্ছেন। উল্লেখ্য এদিন লাভলি ও শাওনা ছাড়াও অভিনেতা দীপঙ্কর দে ও ভরত কলও যোগ দেন তৃণমূলে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Trinamool Congress